অফ সিজনে হাফ দামে কিনুন LG-র এই AC, শীতে হবে হিটারের কাজ, গরমে পাবেন ঠান্ডার আমেজ

শীত প্রায় এসে পড়েছে, এখন হেমন্তের হাল্কা হাল্কা ঠান্ডার আমেজ উপভোগ করছেন পশ্চিমবঙ্গ ও দেশের অন্যান্য জায়গার মানুষ। সাধারণত এই সময়ে আমাদের ঠান্ডা এড়াতে একটি…

শীত প্রায় এসে পড়েছে, এখন হেমন্তের হাল্কা হাল্কা ঠান্ডার আমেজ উপভোগ করছেন পশ্চিমবঙ্গ ও দেশের অন্যান্য জায়গার মানুষ। সাধারণত এই সময়ে আমাদের ঠান্ডা এড়াতে একটি হিটার প্রয়োজন, যদিও শুধুমাত্র ২-৩ মাসের ঠান্ডা আবহাওয়ার জন্য হিটার কেনা অনেকের কাছেই অর্থের অপচয় বলে মনে হয়। তবে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটি এসি (AC) কেনা বিচক্ষণের কাজ হতে পারে। আসলে এই অফ সিজনে চাহিদা না থাকলেও, বাজারে গরম এবং ঠান্ডা ফিচারের ডুয়াল ইনভার্টারসহ অনেক এয়ার কন্ডিশনার বিশাল সস্তায় পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটি এসি তো Amazon India থেকে অর্ধেকেরও কম দামে কেনা যাবে, তাও আবার LG-র মতো জনপ্রিয় ব্র্যান্ডের। হ্যাঁ ঠিকই পড়েছেন, এখন LG 1.5 Ton 3 Star Hot & Cold DUAL Inverter Split AC-তে ৫৩% ছাড় দিচ্ছে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি।

LG 1.5 Ton 3 Star Hot & Cold DUAL Inverter Split AC-র দাম, অফার

এলজি হট অ্যান্ড কোল্ড ডুয়াল ইনভার্টার স্প্লিট এসির আসল দাম ৮৪,৯৯০ টাকা, তবে এটি এখন ৩৯,৬০০ টাকায় কেনা যাবে। কারণ অ্যামাজন ইন্ডিয়া এর এমআরপি (MRP)-র ওপর ৫৩ শতাংশ ছাড় দিচ্ছে। এক্ষেত্রে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ৪,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন।

আবার আপনি যদি পুরোনো এসির বদলে এই নতুন এসিটি কিনতে চান, তাহলে ৪,৮১০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারেন। এছাড়া একসাথে পুরো টাকা ব্যয় করতে না চাইলে বা না পারলে কাজে লাগানো যাবে মাসিক ১,৯২০ টাকার ইএমআই অপশন।

LG 1.5 Ton 3 Star Hot & Cold DUAL Inverter Split AC-র স্পেসিফিকেশন

এলজির এই হট অ্যান্ড কোল্ড ডুয়াল ইনভার্টার স্প্লিট এসিটি একইসাথে শীতকালে উষ্ণতা এবং গ্রীষ্মের সময়ে শীতলতার অনুভূতি দিতে সক্ষম; অর্থাৎ এটি প্রতিটি ঋতুর জন্যই সেরা – শীতেও ব্যবহার করা যাবে। এদিকে এই অ্যাপ্লায়েন্সটি কপার কনডেন্সার ও কনভার্টেবল ৫-ইন-১ কুলিং ফিচারসহ আসে। এর ক্যাপাসিটি ১.৫ টন।

উল্লেখ্য, এই এসির কনডেন্সারটিতে কপারের সাথে ওশান ব্ল্যাক প্রোটেকশন দেওয়া হয়েছে, ফলত এতে মরিচা পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। আবার এতে থ্রি স্টার রেটিং থাকায়, বিদ্যুৎ বিলও কম আসবে। এছাড়া এটি কিনলে ১ বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি, ৫ বছরের পিসিবি (PCB) ওয়ারেন্টি এবং কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়।