সস্তায় লঞ্চ হল 5G ফোন LG K92, আছে স্ন্যাপড্রাগন ৬৯০জি প্রসেসর

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি এলজি কয়েকদিন আগে ভারতে লঞ্চ করেছিল LG Wing ও Lg Velvet। এই দুটোই প্রিমিয়াম ফোন। এবার কোম্পানি আমেরিকায় 5G রেডি ফোন LG K92 5G লঞ্চ করলো। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০জি প্রসেসরের সাথে এসেছে। এছাড়াও এলজি কে৯২ ৫জি এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে আছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি, ফুল এইচডি ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা।

LG K92 5G এর দাম

এলজি কে৯২ ৫জি এর দাম রাখা হয়েছে ৩৫৯ ডলার (প্রায় ২৬,৬৬০ টাকা)। এই দাম ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি টাইটান গ্রে কালারে পাওয়া যাবে। ফোনটি অন্যান্য মার্কেটে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। এই ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে OnePlus Nord N10 5G এর। ফোনটি আগামী ৬ নভেম্বর থেকে AT&T এবং Cricket Wireless থেকে ফোনটি কেনা যাবে।

LG K92 5G এর স্পেসিফিকেশন

এলজি কে৯২ ৫জি ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুলভিশন পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ২৪০০ x ১০৮০। ফোনটি ২.০ গিগাহার্টজ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসরের সাথে এসেছে। আবার এতে পাবেন ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ (৯৫ জিবি ব্যবহার করা যাবে)। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে। এতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফটোগ্রাফির জন্য LG K92 5G ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ১১৫ ডিগ্রী ফিল্ড অফ ভিউ সহ ৫ মেগাপিক্সেল সুপারওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ারের জন্য এতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ। যার সাথে কুইক চার্জার ৪ সাপোর্ট করে। এই ব্যাটারি ১৭ ঘন্টা টকটাইম ও ১৭ দিন স্ট্যান্ডবাই টাইম দেবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড এলজি ইউআই এ চলে। এতে স্টেরিও স্পিকার আছে, যেগুলি LG 3D Sound Engine দ্বারা পাওয়ার্ড।