করোনা ভাইরাস থেকে বাঁচাবে LG-র নতুন ফেস মাস্ক, রয়েছে স্পিকার ও মাইক্রোফোন

করোনা ভাইরাসের হাত থেকে পরিত্রাণ দেবে ফেস মাস্ক। অবশ্য শুধু মাস্কই বা বলি কেন! অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরী, কথা বলার জন্য উপযোগী মাইক্রোফোন ও স্পিকার যুক্ত এই বায়ু-পরিশোধককে স্রেফ মাস্ক বলা চলেনা। আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়ছেন। জনপ্রিয় বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারক এলজি (LG) এমন এক ধরনের ফেস মাস্ক বাজারে এনেছে যা ক্ষতিকারক ভাইরাসকে আমাদের থেকে দূরে রাখা ছাড়াও আমাদের ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে সহায়তা করবে। এলজি’র এই ফেস মাস্ক, পিউরিকেয়ার ওয়্যারেবল এয়ার পিউরিফায়ার (Puricare Wearable Air Purifier) নামে পরিচিত। তবে এবছর নয়, গতবছর করোনার প্রথম আবহেই উক্ত মাস্কটি বাজারে আসে। যদিও তখন এতে যোগাযোগের পক্ষে সুবিধাজনক স্পিকার বা মাইক্রোফোন – কোনটারই অস্তিত্ব ছিলোনা।

LG Puricare Wearable Air Purifier এল মাইক্রোফোন এবং স্পিকার সহ

আসলে অতিমারি পরিস্থিতিতে ভাইরাস বা অন্য যেকোনো ধরনের জীবাণুকে এড়িয়ে যেতে হলে মাস্কের ব্যবহার অপরিহার্য। কিন্তু ব্যবহারের সাথে সাথেই মাস্ক পড়ে থাকলে কিছু সমস্যার সৃষ্টি হয়। যেমন বহু ব্যবহারকারী মাস্ক পরিহিত অবস্থায় সামান্য ফোন কলে সাড়া দিতে পারেন না। অনেকে সে ব্যাপারে সমর্থ হলেও, তারা কোনভাবে ফোনের অপর প্রান্তে নিজের স্পষ্ট কন্ঠস্বর পৌঁছে দিতে ব্যর্থ হন। ফলে মানুষ মানুষের যোগাযোগের মধ্যে একটা বাধার সৃষ্টি হয়। আবার অন্যের সাথে যোগাযোগ সচল রাখার জন্য অনেকেই মাস্ক ব্যবহারে অনিচ্ছুক হয়ে পড়েন যা তাদের সুস্থতাকে বিঘ্নিত করতে পারে। আর এই সমস্ত সমস্যার থেকে আমাদের অব্যাহতি দিতেই এলজি (LG) তাদের এয়ার পিউরিফায়ার মাস্কে মাইক্রোফোন এবং স্পিকার যোগ করেছে। এটি প্রশ্বাসবায়ু-পরিশোধনের পাশাপাশি, আমাদের ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে সহায়তা করবে।

এলজি’র (LG) এই অত্যাধুনিক ফেস মাস্ক, ভয়েসঅন (VoiceON) প্রযুক্তির সঙ্গে আসতে চলেছে যা আলাপচারিতা সময় কন্ঠের অস্পষ্টতাকে দূর করবে। উপরন্তু মাস্ক পরে থাকলেও, কথা বলার সময় তা মুখ থেকে নামানোর দরকার পড়বেনা। অতএব মাস্ক পরিহিত অবস্থাতেই আমরা ভালোভাবে কথাবার্তা চালিয়ে যেতে পারবো।

আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এলজি’র এই অসাধারণ মাস্ক সহ বায়ু-পরিশোধক পণ্যের ওজন মাত্র ৯৪ গ্রাম। সুতরাং অত্যন্ত হালকা এবং স্টাইলিশ ডিজাইনের এই প্রোডাক্ট যে বেশ আরামে পরিধানযোগ্য, সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখেনা।

এলজি (LG) পিউরিকেয়ার ফেস মাস্কে ১০০০ এমএএইচ (mAh) ব্যাটারি রয়েছে, যা মাত্র ২ ঘন্টার চার্জে আট ৮ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। সামান্য ইউএসবি কেবলের সাহায্যে এটি চার্জ করা সম্ভব। এটি শ্বসনের ধরন অনুযায়ী আমাদের প্রশ্বাস গ্রহণে সহায়তা করে। প্রশ্বাস বায়ু পরিশোধনের ফলে, তখন আর করোনার ভয় থাকেনা।

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরী উপরোক্ত ফেস মাস্ক ঠিক কবে কেনার জন্য উপলব্ধ হবে সে বিষয়ে এলজি (LG) খোলসা করে কিছুই বলেনি। তবে আগামী আগস্ট মাসে থাইল্যান্ড সহ আরো দুটি দেশের বাজারে ডিভাইসটি লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন