LG-র রোলেবল ডিসপ্লের ফোন পেল ব্লুটুথ সার্টিফিকেশন, কবে বাজারে আসছে জেনে নিন

ফোল্ডেবল ফোনের পর নিঃসন্দেহে স্মার্টফোন দুনিয়ার নেক্সট বিগ থিং “রোলেবল” ডিসপ্লের ফোন। আর এই কাজে যে তারা (LG) বেশ অনেকখানি এগিয়ে তার ইঙ্গিত দিয়ে এলজি…

ফোল্ডেবল ফোনের পর নিঃসন্দেহে স্মার্টফোন দুনিয়ার নেক্সট বিগ থিং “রোলেবল” ডিসপ্লের ফোন। আর এই কাজে যে তারা (LG) বেশ অনেকখানি এগিয়ে তার ইঙ্গিত দিয়ে এলজি CES 2021-এ  রোলেবল ডিভাইসের প্রদর্শন করেছিল। ফোনটি চলতি বছরের শেষে রিলিজ হতে পারে, তখন কোম্পানির তরফে এমনই প্রতিশ্রুতি মিলেছিল। যদিও এলজি স্মার্টফোনের ব্যবসাকে বিদায় জানাতে পারে এমন জল্পনা তৈরি হওয়ায়, ফোনটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায়। তবে রোলেবল স্মার্টফোনের ওপর এলজি যে কাজ বন্ধ করেনি তা ফোনটির ব্লুটুথ সার্টিফিকেশন পাওয়ার পর এখন কিছুটা হলেও স্পষ্ট।

LM-R910N মডেল নম্বরের একটি LG স্মার্টফোনকে Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। সেখানে ফোনটির নাম ‘LG Rollable’ বলে উল্লেখ করা হয়েছে। ফলে আশঙ্কার মেঘ কেটে গিয়ে ফোনটি সত্যিই বাজারে আসবে বলে এখন আশা দেখা দিচ্ছে। সার্টিফিকেশন সাইট অনুযায়ী, এলজি রোলেবল স্মার্টফোন ব্লুটুথ ৫.২-এর সঙ্গে আসবে। নাম ও ব্লুটুথ ভার্সন ছাড়া আর কোনো জরুরি তথ্য সেখানে থেকে সামনে আসেনি।

উল্লেখ্য, এলজির এক্সপ্লোরার (Explorer) প্রজেক্টের অধীনে ‘Project B’ কোডনেমের সঙ্গে রোলেবল স্মার্টফোনটি ডেভলপ করার কাজ চলছে বলে অতীতে রিপোর্ট মারফত জানা গিয়েছিল। জানিয়ে রাখি, এক্সপ্লোরার প্রজেক্টের প্রথম ডিভাইস হিসেবে এলজি Wing স্মার্টফোনটি আগে লঞ্চ করেছে।

রোলেবল স্মাটফোন কবে লঞ্চের মুখ দেখবে এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। মাঝে শোনা যাচ্ছিল, এলজি ফোনটির লঞ্চ ডেট প্রথম কোয়ার্টার থেকে পিছিয়ে তৃতীয় কোয়ার্টার করেছে। সব কিছু পরিকল্পনামাফিক চললে জুলাই-সেপ্টেম্বর মাস নাগাদ এলজি রোলেবলের ওপর থেকে পর্দা উঠতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন