LG Ultra PC ল্যাপটপ সিরিজে থাকবে AMD Ryzen 7 প্রসেসর, বিক্রি শুরু এই মাসেই

LG চলতি মাসের শেষের দিকে ইউরোপের বাজারে LG Ultra PC ব্র্যান্ডের অধীনে তাদের লেটেস্ট ল্যাপটপ বিক্রি করার ঘোষণা করেছে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, Ultra PC সিরিজের অধীনে ১৪-ইঞ্চি (14U70Q) এবং ১৬-ইঞ্চি (16U70Q) ডিসপ্লে সাইজের দুটি নয়া ল্যাপটপ আসবে। আলোচ্য মডেলগুলি এএমডি রাইজেন প্রসেসর এবং ১৬:১০ এসপেক্ট রেশিও সমর্থিত IPS ডিসপ্লে প্যানেল অফার করবে। এছাড়া, হালকা ওজনের চ্যাসি যুক্ত এই নতুন ল্যাপটপ-দ্বয় – ১ টেরাবাইট পর্যন্ত রম এবং দীর্ঘ ২১ ঘন্টার ব্যাটারি লাইফ সহ আত্মপ্রকাশ করবে বলেও জানা গেছে। চলুন এবার LG Ultra PC সিরিজের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

এলজি আল্ট্রা পিসি সিরিজের স্পেসিফিকেশন (LG Ultra PC series Specifications)

এলজি আল্ট্রা পিসি সিরিজ অধীনস্ত 14U70Q এবং 16U70Q উভয় ল্যাপটপেই ম্যাট ফিনিশিং ডিসপ্লে দেখা যাবে। আসন্ন এই প্রিমিয়াম ডিভাইসগুলি সাদামাটা বাহ্যিক ডিজাইন এবং আধুনিক প্রসেসরের সাথে আসবে। এক্ষেত্রে এগুলিতে – এএমডি রাইজেন ৫ ৫৬২৫ইউ এবং রাইজেন ৭ ৫৮২৫ইউ প্রসেসর বিকল্প ব্যবহার করা হয়েছে। যার মধ্যে, এএমডি রাইজেন ৭ ৫৮২৫ইউ চিপসেট হল একটি ৮-কোর মডেল, যা ১৬টি থ্রেড এবং ৪.৫ গিগাহার্টজ সিপিইউ ক্লক স্পিড সমর্থন করে। এলজির নতুন আল্ট্রা পিসি সিরিজে ৭২Whr ক্যাপাসিটির দীর্ঘস্থায়ী এবং টেকসই ব্যাটারি রয়েছে, যা ২১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে নিশ্চিত করেছে সংস্থা।

LG Ultra PC সিরিজের ১৪-ইঞ্চির বেস মডেলটি ৩০০ নিট পিক ব্রাইটনেস এবং ১৬-ইঞ্চি মডেলটি ২৫০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। উভয় ল্যাপটপই ১,২০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট সহ আসবে। এগুলিতে ১৬ জিবি LPDDR4X ডুয়াল-চ্যানেল র‌্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বর্তমান। কানেক্টিভিটির জন্য আলোচ্য ল্যাপটপে সামিল রয়েছে – এইচডিএমআই পোর্ট, ইউএসবি টাইপ-এ পোর্ট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এলজি আল্ট্রা পিসি সিরিজের ১৪-ইঞ্চি মডেলটি ১৬-ইঞ্চি ল্যাপটপের চেয়ে ৩০০ গ্রাম পর্যন্ত হালকা হবে বলেও জানতে পেরেছি আমরা।

এলজি আল্ট্রা পিসি সিরিজের দাম (LG Ultra PC series price)

আল্ট্রা পিসি সিরিজের অধীনে আসন্ন নতুন এলজি লাইনআপের দামের বিশদ বিবরণ এই মুহূর্তে উপলব্ধ নেই। তবে মডেলগুলি চলতি মাসের মধ্যেই বাজারজাত হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। আশা করা হচ্ছে যে, লঞ্চ-পরবর্তী সময়ে সিরিজের ১৪-ইঞ্চি মডেলটির প্রারম্ভিক মূল্য ১,১৯৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৯৬,১০০ টাকা) রাখা হবে। আর ১৬-ইঞ্চি ল্যাপটপের দাম ১,৩৯৯ ইউরো (প্রায় ১,১২,১০০ টাকা) থেকে শুরু হবে। নতুন এলজি আল্ট্রা পিসি সিরিজের ল্যাপটপগুলিকে কবে নাগাদ বিশ্বব্যাপী লঞ্চ করা হবে সেই ব্যাপারেও এখনো কিছু জানা সম্ভব হয়নি।