তেল ছাড়াই একটানা 630 কিমি দৌড়তে পারে, ভারতে Hyundai এর বিশেষ গাড়ির ডেলিভারি শুরু

হুন্ডাই মোটর (Hyundai Motor) ভারতে তাদের ইলেকট্রিক গাড়ি Ioniq 5-এর ডেলিভারি শুরু করল। গাড়িটি এদেশে জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। অটো এক্সপো-তে লঞ্চ হওয়ার প্রায় তিন মাস বাদে গাড়িটি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এদেশের হুন্ডাইয়ের দ্বিতীয় ব্যাটারিচালিত মডেল হল Ioniq 5, যার দাম ৪৪.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Hyundai Ioniq 5-এর প্রথম ব্যাচের ডেলিভারি শুরু হল

আয়োনিক ৫ ইভি-এর প্রথম ব্যাচ সমগ্র ভারতের গ্রাহকের জন্যই ডেসপ্যাচ করা হয়েছে। আবার ভারতের মাটিতেই গাড়িটির অ্যাসেম্বেল প্রক্রিয়া চালাচ্ছে হুন্ডাই। তবে সংস্থাটি জানিয়েছে, এ বছর ভভারতের গাড়িটির মাত্র ৫০০ ইউনিট বিক্রি করা হবে।

Hundai Ioniq 5 : ডিজাইন

Hyundai Ioniq 5 আকার আকৃতির দিক থেকে Kia EV6-এর সমান বলা যায়। এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ৪,৬৩৫ মিমি, ১,৮৯০ মিমি, ১,৬২৫ মিমি এবং ৩,০০০ মিমি। এতে রয়েছে প্যারামেট্রিক পিক্সেল এলইডি হেডল্যাম্প ও একটি ক্ল্যামশেল বনেট, অটো ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল, প্যারামাট্রিক পিক্সেল এলইডি টেললাইট এবং অ্যাক্টিভ এরো অ্যালয় হুইল।

Hyundai Ioniq 5 : ফিচার্স

Ioniq 5-এর কেবিনের ফিচারের তালিকায় উপস্থিত একটি বৃহৎ ১২.৩ ইঞ্চি ডুয়েল স্ক্রিন। যা ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম হিসেবে কাজ করবে। এতে রয়েছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে কানেক্টিভিটি। হুন্ডাই গাড়িটিতে অফার করেছে ব্লু লিঙ্ক কানেক্টেড কার টেকনোলজি, বোস সাউন্ড সিস্টেম, ভেন্টিয়েটেড সিট, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এবং আরও অন্যান্য বৈশিষ্ট্য।

Hyundai Ioniq 5 : ব্যাটারি, রেঞ্জ ও মোটর

Hyundai Ioniq 5 একটি ৭২.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে ছুটবে। যা থেক ৬৩১ কিলোমিটার রেঞ্জ মেলবে বলে দাবি সংস্থার। এতে রয়েছে একটি সিঙ্গেল পিএমএস ইলেকট্রিক মোটর। এটি ২১৪ বিএইচপি শক্তি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।

হুন্ডাই জানিয়েছে, একটি ৩৫০ কিলোওয়াট ডিসি চার্জার দ্বারা Ioniq 5-এর ব্যাটারিটি ১৮ মিনিটের ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করা যাবে। Ioniq 5-এ সুরক্ষা ফিচার হিসেবে উপস্থিত দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস (ADAS), ইবিডি সহ এবিএস, ছয়টি এয়ারব্যাগ, ইঞ্জিন পার্কিং ব্রেক, চার চাকায় ডিস্ক ব্রেক ও আরও অন্যান্য বৈশিষ্ট্য।