গেমিং ল্যাপটপ চাই? LG UltraGear 17G90Q দুর্ধর্ষ ফিচারের সাথে বাজারে আসছে

আগামী মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) ২০২২ এর আগে LG তাদের নতুন UltraGear gaming laptop (17G90Q) -এর ওপর থেকে পর্দা সরালো। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে আসন্ন সিইএস ২০২২ এ ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করতে চলেছে নয়া এই ল্যাপটপটি।
LG UltraGear (17G90Q) গেমিং ল্যাপটপে থাকছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম। আসুন ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

LG UltraGear gaming laptop (17G90Q) ফিচার ও স্পিসিফিকেশন

নয়া আল্ট্রাগিয়ার গেমিং ল্যাপটপটির ফিচারের কথা বললে, এটি এগারতম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর দ্বারা চালিত। এছাড়া এতে রয়েছে NVIDIA GeForce RTX ৩০৮০ ম্যাক্স কিউ গ্রাফিক্স কার্ড, ডুয়েল চ্যানেল মেমোরি এবং আল্ট্রা ডুয়েল এসএসডি সেটআপ। নতুন এই গেমিং ল্যাপটপটি ১৭ ইঞ্চি ইউপিএস প্যানেল ডিসপ্লের সাথে এসেছে, যার রিফ্রেশ রেট ৩০০ হার্টজ। এক কথায় বলতে গেলে, মনোরম গেমিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য ল্যাপটপটি উপযুক্ত।

এই ল্যাপটপে পাওয়া যাবে ডিটিএস এক্স আলট্রা থ্রিডি সাউন্ড। নম্বর প্যাড সহ এই ল্যাপটপে দেওয়া হয়েছে একটি ফুল সাইজ কিবোর্ড। আগেই বলেছি, ল্যাপটপটি ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সাথে এসেছে, যার ফলে একটানা গেম খেললেও ল্যাপটপটি গরম হবে না।

এই ল্যাপটপের ওজন ২.৬৪ কেজি এবং এতে আরজিবি ব্যাকলিট কিবোর্ড উপলব্ধ। এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ইউএসবি ৪জেন ৩ X২ টাইপ সি পোর্ট, ইউএসবি ৩.২ জেন ২ X১ টাইপ সি, এইচডিএমআই, আরজে ৪৫ ডিসি ইন ও ইউএফএস পোর্ট। উপরন্তু, ল্যাপটপে দেওয়া হয়েছে ৯৩ ওয়াট আওয়ার ব্যাটারি, এফএই ডি ওয়েব ক্যামের সাথে ডুয়েল মাইক এবং ওয়াইফাই সিসি ও ইন্টেল কিলার ওয়্যারলেস।

এখানে জানিয়ে রাখি, LG Electronics-এর লাইটওয়েট ব্র্যান্ড Gram এবং হাই পারফরম্যান্স ব্র্যান্ড Ultra PC-র পাশাপাশি, ২০১৮ সাল থেকে UltraGear ল্যাপটপ সংস্থার অন্যতম ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হিসেবে জনপ্রিয়।

ল্যাপটপের পাশাপাশি এলজি ইলেকট্রনিক্স চলতি বছরের প্রথমে এই আল্ট্রাগিয়ার ব্র্যান্ডের আওতায় প্রিমিয়াম গেমিং স্পিকার LG GP9 ও মনিটর এনেছিল, যেগুলো পার্সোনাল কম্পিউটার এবং গেমিং ল্যাপটপের সঙ্গে যুক্ত করা যায়। সংস্থার দাবি , আগামী বছরের জানুয়ারি মাসে কোরিয়ায় লঞ্চ করার পর ধীরে ধীরে বিশ্ববাজারে তাদের নতুন LG UltraGear gaming laptop (17G90Q) পাওয়া যাবে।