রোলেবল ডিসপ্লের স্মার্টফোন আনতে চলেছে LG, ইচ্ছানুযায়ী টানতে পারবেন স্ক্রিন

সম্প্রতি দক্ষিণ কোরিয়াতে বিশ্বের প্রথম রোলেবল OLED টিভি লঞ্চ করে LG প্রযুক্তির দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল। এবার একই কায়দায় LG আগামী মার্চ মাসে রোলেবল ডিসপ্লের…

সম্প্রতি দক্ষিণ কোরিয়াতে বিশ্বের প্রথম রোলেবল OLED টিভি লঞ্চ করে LG প্রযুক্তির দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল। এবার একই কায়দায় LG আগামী মার্চ মাসে রোলেবল ডিসপ্লের স্মার্টফোন বাজারে আনতে চলেছে। সংবাদসংস্থা The Elec-এর একটি প্রতিবেদনে ঠিক এই সম্ভাবনার কথা উঠে এসেছে।

ফোনের গঠন নিয়ে উদ্ভাবনমূলক পরীক্ষা চালানো এবং অনন্য ডিজাইনযুক্ত ফোন নির্মানের জন্য খ্যাত LG সেপ্টেম্বরে লঞ্চ করেছিল এই বছরের অন্যতম চমক LG Wing। ডুয়েল স্ক্রিনের এই ফোন ছিল এলজির Explorer Project- এর প্রথম প্রোডাক্ট। এবার “Project B” কেডনেমের সাথে আসা এই রোলেবল ডিসপ্লের ফোন Explorer Project-এর অংশ হিসেবেই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

প্রকৃতিতে নমনীয় এই রোলেবল ডিসপ্লের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এই ডিসপ্লে গোটানো যায়। আবার প্রয়োজন অনুযায়ী ডিসপ্লে একটি নিদির্ষ্ট পরিমাপ পর্যন্ত প্রসারিত করা যাবে। ফলে বছরের পর বছর ব্যবহৃত ফ্ল্যাট ডিসপ্লে প্যানেলের ওপর নির্ভরতা কাটিয়ে আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন। প্রসঙ্গত চাইনিজ কোম্পানি টিসিএল-ও এরকম প্রোটোটাইপের ওপর কাজ করছে, এবং প্রোডাকশান ডেমো ইভেন্টে শ্যুট করা এর একটি ভিডিও সম্প্রতি ফাঁসও হয়েছে।

The Elec-এর প্রতিবেদনে এও বলা হয়েছে, ২০২১-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যে LG আরও একটি ফ্ল্যাগশীপ ডিভাইস লঞ্চ করবে। “Rainbow” কোডনেমযুক্ত এই ফোন “Project B” কোডনেমের রোলেবল ফোনের আগে লঞ্চ করা হবে, এবং এটি Snapdragon 875 চিপসেটের সাথে আসতে পারে।