৭০০ মিলিয়ন ইউজারের ডেটা ফাঁস হওয়ার অভিযোগ ওড়ালো LinkedIn

গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি জনপ্রিয় কোম্পানির ডেটা ফাঁস হওয়ার খবর সামনে এসেছে। এর মধ্যে অন্যতম হল প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম LinkedIn। সম্প্রতি ফের মাইক্রোসফ্টের (Microsoft) মালিকানাধীন এই সংস্থার বিরুদ্ধে ডেটা ফাঁসের অভিযোগ উঠল। রিপোর্ট অনুযায়ী LinkedIn এর ৭৫৬ মিলিয়ন ব্যবহারকারীর মধ্যে ৭০০ মিলিয়ন বা ৯২% ইউজারের ডেটা ফাঁস হয়েছে এবং সেই ডেটা অনলাইনে বিক্রি করা হচ্ছে। যদিও মঙ্গলবার সংস্থাটি এই খবর অস্বীকার করেছে একটি বিবৃতি জারি করে বলেছে যে, এটি কোনো ডেটা ব্রিচিংয়ের ঘটনা নয়। এর পাশাপাশি কোনো সদস্যের ব্যক্তিগত তথ্য যে উন্মোচিত হয়নি তা স্পষ্ট করে নেটওয়ার্কিং ওয়েবসাইটটি জানিয়েছে, তারা প্রাথমিক তদন্তে দেখেছে যে এই তথ্য LinkedIn এবং অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করা হয়েছে।

LinkedIn এর ৭০০ মিলিয়ন ইউজারের ডেটা ফাঁস?

লিঙ্কডিন স্পষ্টভাবে জানিয়েছে যে, ৭০০ মিলিয়ন ইউজারের ডেটা ফাঁস হওয়ার খবর সঠিক নয়। তাদের প্ল্যাটফর্ম থেকে কোনো ডেটা ব্রিচিংয়ের ঘটনা ঘটেনি, প্রত্যেক ইউজারের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে, এবং এই তথ্য লিঙ্কডিন এবং অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট থেকে স্ক্র্যাপ করা হয়েছে যা এর আগে সংস্থার ‘এপ্রিল ২০২১ স্ক্র্যাপিং আপডেট’-এ প্রকাশিত হয়েছিল।

এর পাশাপাশি সংস্থাটি একথাও উল্লেখ করেছে যে, যারা অত্যন্ত বিশ্বাস করে LinkedIn ব্যবহার করে তাদের তথ্যকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে সংস্থাটি বদ্ধপরিকর। তাই কেউ যদি কোনোভাবে প্ল্যাটফর্মের শর্তাবলী লঙ্ঘন করার চেষ্টা করে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

রিপোর্ট অনুযায়ী, এই ডেটা লিক, যা পেশাদার নেটওয়ার্কিং ওয়েবসাইট তথা বহুল জনপ্রিয় এই জব পোর্টালটি স্ক্র্যাপড ডেটা হিসেবে অভিহিত করেছে, তাতে লিঙ্কডিন ব্যবহারকারীদের ফোন নম্বর, ঠিকানা, ইউজারনেম, ব্যক্তিগত এবং পেশাগত অভিজ্ঞতা, আনুমানিক বেতন, প্রোফাইল URL, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিটেলস, জিওলোকেশন ডেটা-র মতো একাধিক ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত ছিল। এইরকম এক মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর পার্সোনাল ডেটা ডার্ক ওয়েবে বিক্রির জন্য রাখা হয়েছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, LinkedIn-এর বিরুদ্ধে এর আগে এই ধরনের একাধিক অভিযোগ পাওয়া গিয়েছিল। এ বছর এপ্রিল মাসে ৫০০ মিলিয়ন লিঙ্কডিন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, যেমন- ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর, কর্মক্ষেত্রের বিশদ তথ্য, পুরো নাম, লিঙ্গ, অ্যাকাউন্ট আইডি, ইউজারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক হ্যাকাররা অনলাইনে ফাঁস করে দেয়। তবে LinkedIn কর্তৃপক্ষ এই বিষয়ে সাফাই দেয় যে, এই তথ্য চুরির ফলে লিঙ্কডিনের সাধারণ সদস্যেরা কোনোভাবেই বিপদে পড়বেন না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন