কোন কোন Xiaomi ফোন থেকে ডিলিট করা যাবে ব্যান হওয়া চীনা অ্যাপ, দেখুন সম্পূর্ণ তালিকা

গত ৭ আগস্ট Xiaomi এর তরফে জানানো হয়েছিল যে, শীঘ্রই একটি আপডেট এনে ভারত সরকার দ্বারা ব্যান হওয়া চীনা অ্যাপগুলিকে তাদের স্মার্টফোন থেকে সরিয়ে দেওয়া হবে। এই অ্যাপগুলির তালিকায় ছিল Mi Browser, Mi Video call, Mint Browser বা Mi Community এর মত কোম্পানির নিজস্ব অ্যাপ। আজ Xiaomi তাদের মি ব্রাউজারে কোন কোন Mi, Redmi, Poco ফোনে এই আপডেট পাওয়া যাবে তা জানিয়েছে। নতুন এই আপডেট আসার পর শাওমি স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ফোনের সমস্ত ব্যান হওয়া অ্যাপগুলি আন-ইনস্টল করতে পারবেন।

কোন কোন ফোনের জন্য আসছে আপডেট:

Mi সিরিজ: Mi Mix 2।

Poco সিরিজ: Poco F1, Poco X2, এবং Poco M2 Pro।

Redmi সিরিজ:  Redmi Go, Redmi Y2, Redmi Y3, Redmi Note 5 Pro, Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi 7, Redmi 7A, Redmi 8, Redmi 8A, Redmi 8A Dual, Redmi Note 6 Pro, Redmi Note 7, Redmi Note 7 Pro, Redmi Note 7S, Redmi Note 8 Pro, Redmi Note 9 Pro, Redmi Note 9 Pro Max, Redmi Note 9, Redmi K20 ও Redmi K20 Pro ।

যদিও শাওমির তরফে এখনও ঠিক কবে এই আপডেট আসবে তা জানা যায়নি। প্রসঙ্গত শাওমির তরফে আগেই জানানো হয়েছিল, খুব শীঘ্রই কাস্টম ওএস MIUI এর একটি আপডেট আনা হবে, যার ফলে এই অ্যাপ্লিকেশনগুলি ডিভাইস থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে, তবে ইউজারদের একটু অপেক্ষা করতে হবে। আপাতত সংস্থাটি নতুন MIUI অ্যান্ড্রয়েড ভার্সনের ওপর কাজ করছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে সেটি রোল আউট করা হবে।