ওয়াই-ফাই এর সাহায্যে বিনামূল্যে হবে কল, জিও ও এয়ারটেল এই ফোনগুলোতে দিচ্ছে সুবিধা

আমরা এখনও বিভিন্ন জায়গায় নেটওয়ার্কের সমস্যায় ভুগি। এরফলে কল ড্রপের সম্মুখীন হই। এই সমস্যার কথা মাথায় রেখে দুটি টেলিকম কোম্পানিগুলি VoWi-Fi পরিষেবা নিয়ে এসেছে। এই দুই টেলিকম কোম্পানি হল Reliance Jio এবং Airtel । এই পরিষেবার মাধ্যমে ওয়াই-ফাই দিয়ে ভয়েস কল করা যায়। এটি এমন জায়গায় ও পরিষেবা দিয়ে যায় যেখানে সেলুলার নেটওয়ার্ক নেই। আসুন জেনে নিই ভোওয়াইফাই পরিষেবা আসলে কি এবং Reliance Jio এবং Airtel কোন কোন ফোনের জন্য আপাতত এই পরিষেবা এনেছে।

ভয়েস ওভার ওয়াই-ফাই সম্পর্কে বিশদে বললে, এটি হাই ডেফিনেশন (এইচডি) ভয়েস কলিং করার এবং গ্রহণের জন্য উচ্চ-গতির ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করে। যেহেতু VoWiFi একটি স্টেবল ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে, তাই এখানে কল ড্রপের সমস্যা অত্যন্ত বিরল।

এই ফোনগুলি থেকে করা যাবে VoWiFi বা ওয়াই-ফাই কলিং :

সবার প্রথমে কথা বলি স্যামসাং ফোনের। আপাতত Galaxy On6, Galaxy M30s, Galaxy A50s, Galaxy A30s, Galaxy M20, Galaxy J6 Galaxy, M40 Galaxy, Galaxy Note 9, Galaxy S9 সিরিজ, Note 10 series, Galaxy S10 Lite, Galaxy Note 10 Lite এবং Galaxy S10 সিরিজে এই পরিষেবা উপলব্ধ।

Apple এর কথা বললে iPhone SE, iPhone 6, iPhone 6s, iPhone 6s Plus, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone XR, iPhone XS, iPhone XS Max, iPhone X, iPhone 8, iPhone 8 Plus, iPhone 7 ও iPhone 7 Plus ফোনে ওয়াই-ফাই কলিং সুবিধা পাওয়া যাবে।

শাওমির এই মুহূর্তে Poco F1, Redmi 7A, Remdi Note 7 Pro, Redmi 7, Redmi Y3, Redmi K20/Mi 9T, Redmi K20 Pro/Mi 9T Pro, Redmi Note 8, Note 8 Pro, Redmi Note 7, Note 9 Pro, Note 9 Pro Max, Redmi 8, 8A, Redmi 8 Dual ফোনে ভয়েস ওভার কল বা ওয়াই-ফাই কলিং ফিচার উপলব্ধ।

রিয়েলমির Realme C2, Realme X2 Pro, Realme XT, Realme X, Realme 5s, Realme 5, Realme 5s, Realme 5i এবং Realme U1 ফোনে এই সুবিধা পাওয়া যাবে।

এই তালিকায় নোকিয়ার ফোন ও সামিল আছে। যার মধ্যে Nokia 9 PureView, Nokia 8 Sirocco, Nokia 6.1, Nokia 6.1 Plus, Nokia 7 Plus, Nokia 7.1, Nokia 8.1 উপলব্ধ। আবার Vivo V17, Vivo V15, Vivo S1 Pro এবং Vivo U20 ফোনেও ওয়াই-ফাই কলিং আছে।

অন্যান্য ফোনের কথা বললে iQOO 3 (5G), iQOO 3 (4G), Oppo F15, Honor 8X, Honor 20i, Honor 10 Lite, Huawei Y9 Prime, LG G8X, LG G8S, LG V40, LG G7 এবং LG Q60 সামিল আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *