Hero Electric-এর পর আরও এক সংস্থার সঙ্গে জোট বাঁধল Log9, ই-স্কুটার চার্জ হতে পারে 15 মিনিটের মধ্যেই!

বেঙ্গালুরুর অত্যাধুনিক ব্যাটারি টেকনোলজি স্টার্টআপ লগ৯ মেটেরিয়াল (Log9 Material)-এর সাথে মৌ স্বাক্ষরের মাধ্যমে এবার গাঁটছড়া বাঁধলো জিতেন্দ্র নিউ ইভি টেক (Jitendra New EV Tech)। চুক্তি…

বেঙ্গালুরুর অত্যাধুনিক ব্যাটারি টেকনোলজি স্টার্টআপ লগ৯ মেটেরিয়াল (Log9 Material)-এর সাথে মৌ স্বাক্ষরের মাধ্যমে এবার গাঁটছড়া বাঁধলো জিতেন্দ্র নিউ ইভি টেক (Jitendra New EV Tech)। চুক্তি অনুযায়ী Log9 InstaCharge প্রযুক্তির RapidX ব্যাটারি প্যাক দিয়ে JMT 1000HS Rapid নামক একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসবে Jitendra New EV Tech। স্কুটারটি পণ্য সরবরাহকারী সংস্থাগুলির জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা পরিবহণের খরচ কমিয়ে লাভের পরিমাণ বাড়াতে পারে।

JMT 1000HS Rapid-এ InstaCharge প্রযুক্তির ব্যাটারিটি মাত্র ১৫ মিনিটেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে বলে দাবি করেছে সংস্থাটি। Log9 জানিয়েছে, তাদের ব্যাটারির আয়ু ১০ বছরের বেশি এবং রেঞ্জ ৮২ কিমি। চার্জ হতে অতি অল্প সময় লাগার কারণে এক দিনে এই বৈদ্যুতিক স্কুটারে কম সময়ে বেশি পরিমাণ পণ্য ডেলিভারি করা যাবে। যেখানে একটি ইলেকট্রিক স্কুটারের গড় চার্জিংয়র সময় ২.৫ ঘন্টা, সেখানে মাত্র ১৫ মিনিটে RapidX ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ চার্জড হয়ে যাবে।

Log9-এর দাবি তাদের InstaCharge প্রযুক্তির ব্যাটারিটি ৯ গুন দ্রুত চার্জ হয়, আয়ু এবং পারফরম্যান্সও অন্যান্য স্কুটারের ব্যাটারির তুলনায় ৯ গুণ বেশি। অন্য দিকে, এই ব্যাটারিগুলি -৩০ থেকে -৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কর্মক্ষম বলেও দাবি করেছে তারা৷

জোট প্রসঙ্গে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও কার্তিক হাজেলা (Kartik Hajela) বলেন, “Jitendra New EV Tech-এর সাথে জোট বদ্ধ হতে পেরে আমরা ভীষণ খুশি। Log9-এর InstaCharge প্রযুক্তির ব্যাটারি সহ তাদের Rapid EV টু-হুইলারগুলি আসবে। আমাদের এই ব্যাটারিগুলি পণ্য সরবরাহকারী সংস্থার স্কুটারগুলিতে অধিক শক্তি ও পারফরম্যান্স দিতে পারবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, সম্প্রতি IIT Delhi-র সাথে হাত মিলিয়েছে Log9। অত্যাধুনিক প্রযুক্তির ব্যাটারি এবং এনার্জি স্টোরেজ সলিউশনের উপর গবেষণার কার্যে প্রচার চালাতেই এই জোট। এর আগে Spareit এবং Hero Electric -এর সাথেও হাত মিলিয়েছে তারা।