রাতে শুয়ে আর আরামে Unlimited ডেটা ব্যবহার করা যাবেনা! Recharge-এ সুবিধা বন্ধ করল এই সংস্থা

বেসরকারি সংস্থাগুলির তুলনায় কম খরচে বেশি সুবিধার দেওয়ার জন্য, এই কয়েক বছরে তথাকথিত ‘পিছিয়ে পড়া’ টেলিকম অপারেটর BSNL বা Bharat Sanchar Nigam Limited বারবার চর্চায় উঠে এসেছে। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিষেবা নিয়ে গ্রাহকদের নানাবিধ অভিযোগ থাকলেও, রিচার্জ খরচ এবং বেনিফিটের কারণে তারা প্রশংসা কুড়িয়েছে বারবার। কিন্তু 5G-র জমানায় দাঁড়িয়ে সম্প্রতি এই BSNL-ই এমন একটি পদক্ষেপ নিয়েছে, যাতে করে তার পুরোনো কাস্টমারদের অসন্তোষ বাড়তে পারে। আসলে বারবার বলেও এখনও পর্যন্ত 4G পরিষেবা চালু করে উঠতে পারেনি সংস্থাটি, যে কারণে তাদের নিয়ে প্রচুর সমালোচনা-মজা হয়েছে। এমতাবস্থায় এখন তারা ৫৯৯ টাকার একটি প্ল্যান থেকে আনলিমিটেড নাইট ডেটার সুবিধা তুলে নিয়েছে। যদিও প্ল্যানটির অন্যান্য যাবতীয় বেনিফিট একই থাকবে বলে জানা গিয়েছে৷

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল BSNL?

যারা জানেন না তাদের অবগতির জন্য বলে রাখি, ২০২০ সালে অর্থাৎ চার বছর আগে করোনা অতিমারীকালীন সময়ে আলোচ্য ৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি চালু করেছিল বিএসএনএল। এটি বিশেষভাবে সেই সমস্ত মানুষদের জন্য আনা হয়েছিল যারা ঘরে বসে কাজ (মানে ওয়ার্ক ফ্রম হোম) করতেন। কিন্তু এই মুহূর্তে সেই প্রয়োজনীয়তা আর নেই, এদিকে এইভাবে রাতভর আনলিমিটেড ডেটা অফার করতে গিয়ে সংস্থার লোকসান হচ্ছে। কেননা ইউজারদের আর আলাদা ডেটা ভাউচার রিচার্জের প্রয়োজন হচ্ছেনা। তাই সব দেখে শুনে এটির সুবিধা বদল করা হয়েছে।

বর্তমানে BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যানের বেনিফিট

বিএসএনএলের ৫৯৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের বৈধতায় আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ৩ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাওয়া যাবে। অর্থাৎ এটি মোট ২৫২ জিবি মানে এখনও অনেকটাই ডেটা অফার করবে। সাথে থাকবে Zing, PRBT, Astrocell ইত্যাদির অ্যাক্সেসও।

শীঘ্রই সংস্থার 4G পরিষেবা চালু করবে

বর্তমানে বিএসএনএল, তার ৪জি পরিষেবা চালু করার জন্য জোরকদমে কাজ করছে। এর জন্য তারা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর মালিকানাধীন কনসোর্টিয়ামের সাহায্য নিচ্ছে। শোনা যাচ্ছে যে, বিএসএনএল যে টেলিকম গিয়ার ব্যবহার করছে তা কোনো পরিবর্তন না করে ৫জি-তে আপগ্রেড করা যাবে। ইতিমধ্যে তারা পাঞ্জাবে ৪জির একটি পাইলট টেস্টও করেছে।