Samsung-এর দুর্দান্ত ফোন ভারতে আসছে, থাকতে পারে 108MP ক্যামেরা, 6000mah ব্যাটারি

স্যামসাং বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 সিরিজের ওপর কাজ করছে, যা আগামী ১৭ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। আবার ফ্ল্যাগশিপের পাশাপাশি, স্যামসাং কিছু নতুন মিড-রেঞ্জ এবং এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটের ওপরও কাজ করছে বলে জানা গেছে। Samsung Galaxy M55 সেগুলির মধ্যে অন্যতম। এটি এখন ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়েছে৷ চলুন দেখে নিই, এখনও পর্যন্ত কি কি জানা গেছে এই Galaxy M-সিরিজের এই ফোনটির সম্পর্কে।

Samsung Galaxy M55 পেল BIS-এর ছাড়পত্র

স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ফোনটি SM-M556B/DS মডেল কোড সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি নিশ্চিত করেছে যে ভারতে এই হ্যান্ডসেটটির লঞ্চ আসন্ন। তবে, এটি ফোনের স্পেসিফিকেশন বা অন্য কোনও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেনি। প্রসঙ্গত, দিন কয়েক আগে এই ডিভাইসটিকে ওয়াইফাই অ্যালায়েন্স (WiFi Alliance)-এ একই মডেল নম্বর সহ দেখা গেছে।

এর পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি এম৫৫ সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে, যার লিস্টিং থেকে জানা গেছে যে ফোনটিতে ৮ জিবি র‍্যাম মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। এছাড়াও গিকবেঞ্চ ডেটাবেস এই স্যামসাং হ্যান্ডসেটে ১.৮০ গিগাহার্টজ বেস ফ্রিকোয়েন্সি এবং সর্বাধিক ২.৪০ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি প্রসেসরের উপস্থিতি নিশ্চিত করেছে। এটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর হবে, যা গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে।

জানিয়ে রাখি, Samsung Galaxy M55 স্মার্টফোনটি গত বছর মার্চ মাসে লঞ্চ হওয়া Galaxy M54 5G-এর উত্তরসূরি হতে চলেছে। পূর্বসূরি মডেলটিতে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস (S-AMOLED Plus) প্যানেল রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ Samsung Galaxy M54 5G-তে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে এবং এটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। এটিতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ Exynos 1380 প্রসেসরটি যুক্ত রয়েছে৷ এছাড়াও, Galaxy M54 5G মাইক্রোএসডি কার্ড স্লটের পাশাপাশি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

উল্লেখ্য, আসন্ন Samsung Galaxy M55 মডেলটি লেটেস্ট ওয়ান ইউআই ৬.০ (One UI 6.0) সফ্টওয়্যার স্কিনের সাথে কিছু হার্ডওয়্যার আপগ্রেড অফার করবে বলে আশা করা যায়। এই Galaxy M সিরিজের ফোনটি Galaxy S24 সিরিজের লঞ্চের পর বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, আগমনের জন্য এখনও কিছু সময় বাকি রয়েছে। প্রসঙ্গত, Samsung Galaxy M54 গত বছর মার্চ মাসে লঞ্চ করা হয়েছিল।