Samsung Galaxy M04 ভারতে ৮ জিবি র‌্যামের সাথে লঞ্চ হল, দাম মাত্র ৮,৯৯৯ টাকা

আজ অর্থাৎ ৯ই ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হল Samsung Galaxy M04। নবাগত এই স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে একাধিক আকর্ষণীয় ফিচারের সাথে এসেছে। যেমন এতে – FHD+ PLS LCD ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। আর এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এতে ‘র‌্যাম প্লাস’ নামক ভার্চুয়াল র‌্যাম ফিচার এবং ফেস আনলক প্রযুক্তি সমর্থন করে। সর্বোপরি Samsung স্বয়ং তাদের এই নয়া মডেলের সাথে দীর্ঘ ২ বছরের ওএস আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, অর্থাৎ ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ওএস ভার্সন পর্যন্ত আপডেট পাবে। চলুন Samsung Galaxy M04 স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং বিশেষত্ব দেখে নেওয়া যাক।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম০৪ -এর দাম ও লভ্যতা (Samsung Galaxy M04 price and availability in india)

স্যামসাং গ্যালাক্সি এম০৪ স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৪৯৯ টাকা। লভ্যতার কথা বললে, আগামী ১৬ই ডিসেম্বর দুপুর ১২টা থেকে স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে এটি পাওয়া যাবে। এই ফোনকে ব্ল্যাক এবং গ্রীন কালার অপশনে বেছে নেওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি এম০৪ -এর স্পেসিফিকেশন (Samsung Galaxy M04 specifications)

স্যামসাং গ্যালাক্সি এম০৪ স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) PLS LCD ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর সহ এসেছে। এতে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম পাওয়া যাবে। আবার এই ফোনে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করে, যা কিনা সংস্থার ভাষায় র‌্যাম প্লাস নামে পরিচিত। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে।

এদিকে গ্যালাক্সি এম-সিরিজ অধীনস্ত এই ফোন অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক ওয়ানইউআই (OneUI) কাস্টম স্কিন দ্বারা চালিত। স্যামসাং স্বয়ং তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটের সাথে ২ বছরের ওএস আপগ্রেড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Samsung Galaxy M04 স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। তদুপরি, কানেক্টিভিটির জন্য আলোচ্য মডেলে – ডুয়াল সিম স্লট, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। নিরাপত্তার জন্য এই এন্ট্রি-লেভেল ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পরিবর্তে ফেস আনলকের মতো বায়োমেট্রিক রিকগনেশন ফিচার মিলবে। পরিশেষে Samsung Galaxy M04 ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সমর্থন করে৷