চার্জিং সমস্যায় ভুগছেন Google Pixel 6 ও 6 Pro ব্যবহারকারীরা, জেনে নিন সমাধান

ভারতীয় বাজারে না এলেও বিশ্ববাজারে গত ১৯ অক্টোবর লঞ্চ করেছে টেক জায়ান্ট Google এর Google Pixel 6 এবং Google Pixel 6 Pro। তবে লঞ্চের পরেই কিছু চার্জিংগত সমস্যায় জর্জরিত হয়েছেন এই দুটি স্মার্টফোন ব্যবহারকারীরা। প্রসঙ্গত উল্লেখ্য, পরিবেশ রক্ষার তাগিদে এই দুটি স্মার্টফোনের রিটেল বক্সে সংস্থার তরফ থেকে কোনওরকম চার্জার দেওয়া হয়নি। সংস্থাটি দাবি করেছিল ব্যবহারকারীরা তাদের পুরনো চার্জার দিয়েই ফোনদুটি চার্জ করতে পারবেন। কিন্তু কার্যক্ষেত্রে সেটি সম্ভব হচ্ছে না। Google Pixel 6 এবং Google Pixel 6 Pro-এর বেশ কিছু ব্যবহারকারীর অভিযোগ তারা তাদের পুরনো চার্জার বা থার্ড পার্টি চার্জার দিয়ে ফোন চার্জ করতে অসমর্থ হচ্ছে।

অভিযোগকারীরা বলছেন যে, তাদের গুগল পিক্সেল ৬ স্মার্টফোনটি পুরনো কোনো চার্জারের সাথে সংযুক্ত হওয়ার পরে কোনও প্রম্পট দেয় না। ঠিক মনে হয় যেন, এটি কোনও চার্জারের সঙ্গে প্লাগ ইন করাই হয়নি। আবার অনেকের বক্তব্য যে, তাদের ডিভাইসটি থার্ড পার্টি চার্জার দিয়ে চার্জ করার সময়, অসম্ভব ধীরগতিতে চার্জ হয়।

কেউ কেউ এমনও রিপোর্ট করেছেন যে, পিক্সেল ৬ শুধুমাত্র বাক্সে আসা ইউএসবি টাইপ সি কেবল দিয়েই চার্জ হয়। অন্যান্য চার্জারগুলি লাগালে ফোনে কোনও প্রতিক্রিয়া দেখায় না।

এখানে উল্লেখ করা দরকার যে, অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই কিছু স্মার্টফোনে সেলফ ডেভলপ চার্জিং প্রযুক্তি থাকায় সেগুলিকে অন্যকোনও চার্জারের মাধ্যমে চার্জ দেওয়া যায় না। উদাহরণস্বরূপ, একটি OnePlus Warp চার্জার খুব ধীর গতিতে পিক্সেল ৬ চার্জ করবে বা একেবারেই চার্জ নাও করতে পারে। অতএব, সে ক্ষেত্রে ওই একই ব্র্যান্ডের চার্জার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

যাইহোক, বিভিন্ন অভিযোগের থেকে এটি সহজেই বোঝা যাচ্ছে , পিক্সেল ৬-এ চার্জিং সিস্টেমটি অন্যান্য OEM-এর তুলনায় কঠোর এবং আপাতদৃষ্টিতে থার্ড পার্টি চার্জারগুলিকে এটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে।
তবে, আশার খবর এই যে, কিছু ব্যবহারকারীর কাছ থেকে ফোন দুটির চার্জিং সংক্রান্ত সমস্যার সামান্যতম সমাধান সূত্র পাওয়া গেছে। নিচে সেগুলো উল্লেখ করা হলো।

ডেভলপার অপশনটি বন্ধ রাখুন : কয়েক জন ব্যবহারকারী রিপোর্ট করেছেন যে, তাদের পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো-তে ডেভলপার অপশনটি বন্ধ রাখলে সেটিকে চার্জ দেওয়া সম্ভব হচ্ছে। যদিও এর পেছনে কী কারণ রয়েছে তা এখনো অজানা। তবে এই অপশনটি ব্যবহার করলে ফোনের কোনো রকম ক্ষতি হবে না বলেও ধারণা ব্যবহারকারীদের।

অ্যাডাপ্টিভ চার্জিং অন রাখুন : একজন ব্যবহারকারী আরও দাবি করেছেন যে, অ্যাডাপটিভ চার্জিং বন্ধ করার ফলে তাদের ফোনটি স্লো চার্জিং মোডে চলে যায়। তাই অ্যাডাপটিভ চার্জিং মোডটি অন করে রাখার পরামর্শ দিয়েছেন অনেকেই। সেক্ষেত্রে ব্যবহারকারীকে সেটিংস > ব্যাটারি > অ্যাডাপ্টিভ ব্যাটারি > অ্যাডাপটিভ চার্জিং মোডে গিয়ে সেটি অন করতে হবে।

অফিসিয়াল Google চার্জার ব্যবহার করুন: যদি অন্য চার্জার কাজ করে না, তাহলে শেষ অবলম্বন হবে গুগলের অরিজিনাল চার্জার ব্যবহার করা।