বিস্ময়কর, MagSafe-এর সাহায্যে খাল থেকে উদ্ধার iPhone 12 Pro

আমরা জানি, iPhone 12 সিরিজের সব ডিভাইসই MagSafe সাপোর্ট সহ আসে, এবং ফোনগুলি বাজারে আনার সময় কোম্পানি MagSafe অ্যাক্সেসরিজও লঞ্চ করে। Apple-এর লেটেস্ট iPhone 12 সিরিজ লাইনআপের জন্য MagSafe সাপোর্ট চালু করার পিছনে মূল উদ্দেশ্য ছিল ব্যবহারকারীদের ওয়্যারলেসভাবে তাদের ফোন চার্জ করতে সহায়তা করা। তবে তখন আমেরিকার স্মার্টফোন কোম্পানিটির কেউ স্বপ্নেও হয়তো ভাবতে পারেননি যে এই ফিচারটিকে কেউ এভাবেও ব্যবহার করতে পারে! আসলে এক ব্যক্তির iPhone 12 Pro একটি খালের মধ্যে পড়ে যায় এবং ডিভাইসের ভিতরে থাকা ম্যাগনেটিক রিং-এর সৌজন্যে তিনি ফোনটি পুনরুদ্ধার করতে সক্ষম হন।

অ্যাপ ডেভেলপার ফ্রেডেরিক রিডেল টুইটারে এই বিস্ময়কর বিষয়টি পোস্ট করায় ঘটনাটি প্রকাশ্যে আসে। পোস্ট অনুযায়ী, রিডেলের বন্ধুর iPhone 12 Pro বার্লিনের এক খালের মধ্যে পড়ে যায়। তারপর খুব স্বাভাবিকভাবেই সেটি কাদার মধ্যে অদৃশ্য হয়ে যায় এবং ৩ ফুট গভীর জলের ভিতরে যাওয়ার পরেও সেটিকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তারপরে এই দুই বন্ধু মিলে খালের জল থেকে মাছ ধরার পরিবর্তে আইফোন ধরার জন্য একটি ম্যাগনেটিক ফিশিং রড তৈরি করে যা iPhone 12 Pro -এর পিছনে থাকা চুম্বকগুলিতে আটকে যায়। তিনি এই আশ্চর্যজনক ঘটনার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন। ছবিগুলি থেকেই ঘটনাটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়।

এই ঘটনা সম্পর্কে তার লেটেস্ট টুইটে রিডেল উল্লেখ করেছেন যে, ঘটনাটি ভোর ৩ টের আশেপাশে ঘটে, এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল বেশ খানিকক্ষণ বাদে খালের জল থেকে উদ্ধার করার পরেও ফোনটি সক্রিয় ছিল এবং ব্যাটারীতে প্রায় ফুল চার্জও ছিল!

আইফোনের চমকপ্রদ ফিচার এবং অত্যাধুনিক কার্যকারিতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। কঠিন থেকে কঠিনতর বিপদসংকুল পরিস্থিতিতে পড়ে যাওয়ার পরও আইফোনের সক্রিয় থাকার ঘটনা আমরা প্রায়শই শুনতে পাই। তবে নিশ্চিতভাবে এইরকম ঘটনা চরম বিস্ময়কর এবং একইসাথে আশ্চর্যজনকও বটে! প্রসঙ্গত উল্লেখ্য যে, ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং কয়েলের চারপাশে চুম্বকের শ্রেণিবিন্যাসে সুশৃঙ্খলভাবে সজ্জিত থাকে, এবং সর্বোচ্চ সীমায় অ্যালাইনমেন্ট ও এফিশিয়েন্সি প্রদান করে। ম্যাগসেফ চার্জারগুলি এখনও বিদ্যমান Qi-এনাবেলড ডিভাইসগুলিকে অ্যাকোমোডেট করার সময় দক্ষতার সাথে 15W পর্যন্ত পাওয়ার সরবরাহ করে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন