মুকেশ অম্বানীর Reliance এর সঙ্গে জোট বাঁধল Mahindra, লক্ষ্য বৈদ্যুতিক গাড়ি তৈরি ও পরিষেবা প্রদান

Jio-bp-র সাথে জোটবদ্ধ হওয়ার কথা ঘোষণা করল Mahindra Group। মুকেশ অম্বানীর Reliance Industries Ltd ও BP Plc (British Petroleum বা ব্রিটিশ পেট্রোলিয়াম)-এর যৌথ উদ্যোগে এবার সামিল হল দেশীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি। বৈদ্যুতিক যানবাহন তৈরি এবং গ্রাহকদের বিভিন্ন পরিষেবা দিতেই এই গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করা হয়েছে৷

এক বিবৃতিতে মাহিন্দ্রা জানিয়েছে, “দুই গ্রুপের সাথে বন্ধনহীন মৌ স্বাক্ষরের ফলে দেশে বৈদ্যুতিক ক্ষেত্রে গতিশীলতা ত্বরান্বিত হবে, এবং হাই পারফরম্যান্স ও ব্যাটারি সোয়াপেবেল স্টেশনের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি নিয়ে মানুষের উদ্বেগ দূর হবে।”

জিও-বিপি ও মাহিন্দ্রা গ্রুপ একত্রে দেশে বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন তৈরি করবে, যেখান থেকে মাহিন্দ্রার দুই, তিন ও চার চাকার ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়িগুলি পরিষেবা পাবে। এই ধরণের গাড়ির মধ্যে নানাবিধ পণ্য বহনকারী গাড়িও রয়েছে। এই পদক্ষেপের মধ্যে দিয়ে দেশে বৈদ্যুতিক গাড়ির বাজারে মাহিন্দ্রা তাদের ব্যবসা আরও জোরদার করার লক্ষ্যমাত্রা নিয়েছে।

মাহিন্দ্রার আগামী কয়েক বছরের মধ্যে তাদের একাধিক পেট্রোল গাড়ির ‘ব্যাটারি-ইলেকট্রিক ভ্যারিয়েন্ট’ আনার যে পরিকল্পনা করছে, সে কথা ইতিমধ্যেই সংস্থাটি জানিয়েছে। এমনকি মাহিন্দ্রা গ্রুপ নিজেদের ব্যাটারি সোয়াপিং সার্ভিস চালু করার চিন্তাভাবনায় করছে, যাতে সংস্থার গ্রাহকরা এই পরিষেবা উপভোগ করতে পারেন। এর ফলে গ্রাহকদের সময় অনেকটাই বাঁচবে। পাশাপাশি আগামী দিনে সংস্থাটি ‘battery-as-a-service’ (BaaS) এবং ‘mobility-as-a-service’ (MaaS) চালু করতে পারে।

প্রসঙ্গত, ভারতীয় ক্রেতাদের একাংশ ইলেকট্রিক গাড়ির কেনার ইচ্ছে থাকলেও মাঝরাস্তায় চার্জ ফুরিয়ে যাওয়ার মতো পরিস্থিতির কথা ভেবে তা কিনতে পিছপা হচ্ছেন। যদিও ইতিমধ্যেই একাধিক সরকারি ও বেসরকারি সংস্থা দেশে চার্জিং স্টেশন ও ব্যাটারি সোয়াপিং পয়েন্ট নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। আগামী দিনে তাই বৈদ্যুতিক ক্ষেত্রে নিজেদের পদক্ষেপ আরো দৃঢ় করতে তৎপর মাহিন্দ্রা গ্রুপ৷