জনপ্রিয়তা তুঙ্গে, Mahindra গাড়ি ডেলিভারি দিতে কার্যত হিমশিম খাচ্ছে, SUV-র প্রায় দেড় লাখ অর্ডার জমে

ভারতের অন্যতম স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি গাড়ি নির্মাতা মাহিন্দ্রা (Mahindra)-র ঘরে বুকিংয়ের পাহাড়। কার্যত ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছে তারা। একে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের আকাল, তার ওপর আকাশ সমান বুকিংয়ের বরাত – যা সংস্থাটিকে বেজায় বেকায়দায় ফেলেছে। ফলত ওয়েটিং পিরিয়ড দীর্ঘতর হওয়ায় গ্রাহকদের গাড়ি ডেলিভারি পেতে দেরি হচ্ছে। ২০২২-এর ১ জুলাই পর্যন্ত মাহিন্দ্রার বুকিংয়ের সংখ্যা ছিল ১,৪৩,০০০। যার মধ্যে XUV700, XUV300, Thar এবং Bolero – এই চারটি মডেলের বুকিংয়ের অঙ্ক ১,৩৫,০০০। বাকি ৭,০০০ হল অন্যান্য মডেলের।

উল্লেখ্য, গত বছর আগস্টে লঞ্চ হয়েছিল সংস্থার ফ্ল্যাগশিপ মডেল XUV700। বর্তমানে এর একারই ৮০,০০০ বুকিং জমে। প্রতি মাসে গড়ে ৯,৮০০টি বুকিং আসছে। গাড়িটি পেট্রোল এবং ডিজেল উভয় জ্বালানির বিকল্পে কেনা যায়। টপ ক্লাস সেফটি আধুনিক প্রযুক্তিতে ফিচার ভরপুর গাড়িটি। MX ও AX ট্রিমে মোট ২৩টি ভ্যারিয়েন্ট উপলব্ধ। ২০২২-এর মে পর্যন্ত মোট ৩৫,৮২৪ জন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে পাঁচ এবং সাট আসন বিশিষ্ট XUV700। আবার লঞ্চের দু’দিনের মধ্যেই ৫০,০০০ বুকিংয়ের রেকর্ড তৈরি করেছিল এটি। ওইৃসময়ের মধ্যে সংস্থার কোষাগারে ৯,৫০০ কোটি টাকা (এক্স-শোরুম ভ্যালু) এসেছিল।

মাহিন্দ্রার সর্বাধিক বুকিংয়ের দ্বিতীয় মডেলটি হল Thar। বর্তমানে এর ২৬,০০০ ইউনিট বুকিং জমে রয়েছে। ২০২০-এর অক্টোবর লঞ্চ হয়েছিল গাড়িটি। এরপর থেকে ১০ লাখি গাড়িটির বুকিংয়ের অঙ্ক ক্রমশই ফুলেফেঁপে উঠেছে। দু’সপ্তাহের মধ্যে ১৫,০০০ বুকিং এসেছিল। মে মাস পর্যন্ত মোট ৫৮,৩৯১ জন গ্রাহককে Thar ডেলিভারি দেওয়া হয়েছে।

সর্বাধিক বুকিংয়ের তালিকার তৃতীয় মডেলটি হল Mahindra Bolero। গত দুই দশক ধরে জনপ্রিয়তার শিখরে আরোহণ করেছে এটি। বর্তমানে এর ১৫,০০০ বুকিং জমে রয়েছে। গত বছর জুলাইয়ে গাড়িটির পিকআপ অবতার Bolero Neo লঞ্চ হওয়ার পর থেকে এই ব্র্যান্ডের চাহিদা আরও বাড়তে দেখা গেছে। এটি ই-কমার্স এবং লাস্ট মাইল ডেলিভারি সংস্থাগুলির কাছে অতি প্রিয় একটি মডেল।

এদিকে XUV300-এর বর্তমান বুকিংয়ের সংখ্যা ১৪,০০০। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২২-এর মে পর্যন্ত মোট ১,৪২,২৬৪টি XUV300 বিক্রি করেছে মাহিন্দ্রা। লঞ্চের মাত্র ১১ মাসের মাথায় ৪০,০০০ বুকিং পেরোয় গাড়িটি। প্রসঙ্গত, স্করপিও-র নয়া সংস্করণ Scorpio N সদ্য বাজারে পা রেখেছে। এর দাম শুরু ১১.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। টপ মডেলটির মূল্য ১৯.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। বুকিং ৩০ জুলাই থেকে শুরু। আসলে গ্লোবাল এনক্যাপ (NCAP)-র ক্র্যাশ টেস্টে ভালো ফলাফল করায় গ্রাহকদের কাছে মাহিন্দ্রার এসইউভি গাড়ির চাহিদা তুঙ্গে। ইদানিং অধিক সুরক্ষিত গাড়ির চাহিদা গ্রাহকদের কাছে উল্লেখযোগ্য হারে বাড়ছে। যে কারণে এত বুকিং পাচ্ছে মাহিন্দ্রা।