Mahindra XUV700: বুকিং প্রায় 1 লক্ষ, ডেলিভারি হয়েছে 14 হাজার, রেকর্ড মাহিন্দ্রার এই SUV গাড়ির

গত বছর অক্টোবরে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল Mahindra XUV700 । ৭ অক্টোবর অর্থাৎ প্রথম দিনের বুকিংয়ে নয়া রেকর্ড তৈরি করেছিল এসইউভি গাড়িটি। মাত্র ৫৭ মিনিটের মধ্যেই ২৫,০০০ বুকিংয়ের জন্য আবেদন জমা পড়েছিল। যা দেখে সংস্থার কর্মকর্তারাই বিস্মিত হয়ে যান। একমাসের মধ্যেই বুকিংয়ের সংখ্যা ৭০,০০০ পেরিয়ে যায়। এবারে সেই সংখ্যাটি হয়েছে ১ লক্ষ ছুঁইছুঁই। আবার এখনো পর্যন্ত ১৪,০০০টি Mahindra XUV700 ডেলিভারি করা হয়েছে বলে সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এই প্রসঙ্গে মাহিন্দ্রা (Mahindra)-র তরফে জানানো হয়েছে, “Mahindra & Mahindra Ltd জানুয়ারি ২০২২-এর মধ্যে ১৪,০০০ এক্সইউভি৭০০ (Mahindra XUV700) ডেলিভারি করার প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে। এখনো পর্যন্ত সংস্থাটি গাড়িটির ১,০০,০০০ বুকিংয়ের আবেদন পেয়েছে।” এদিকে ৯০ দিনেরও কম সময়ে এই বৃহৎ সংখ্যক গাড়ি ডেলিভারি দিয়েছে সংস্থাটি।

উক্ত বিবৃতিতে উল্লেখ রয়েছে, সাপ্লাই চেইন বা যোগাল শৃঙ্খলের সমস্যা উৎপাদনে বড় বাধা হয়ে দাঁডিয়েছিল৷ তা সত্বেও প্রতিশ্রুতি মত গাড়িগুলি গ্রাহকদের ডেলিভারি দিতে পেরে সর্বোত্তম কাজ করেছে তারা। এই অপ্রত্যাশিত বুকিংয়ের সংখ্যা দেখে গাড়িটির চাহিদা প্রসঙ্গে বেশ ভালই আন্দাজ করা যাচ্ছে। যা ডেলিভারি দিতে নিজেদের উৎপাদনের সংখ্যাও বাড়িয়েছে মাহিন্দ্রা। তবে কয়েকটি ভ্যারিয়েন্টের ডেলিভারি পেতে গ্রাহকদের ৬-১০ মাস অপেক্ষা করতে হবে। আবার এএক্স৭ (AX7) সিরিজের জন্য গ্রাহকদের ১ বছর ধৈর্য ধরে থাকতে হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, Mahindra XUV700 এর বিভিন্ন মডেলের দাম ১২.৯৫-২৩.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ৫ ও ৭ সিটের বিকল্প সহ দুটি ভ্যারিয়েন্টে এসেছে গাড়িটি – MX ও AX (AdrenoX)। পরবর্তী ট্রিমটির আরও ৩টি সাব-ট্রিম রয়েছে – AX3, AX5 ও AX7।