Tata চাপে পড়তে পারে, ইলেকট্রিক গাড়ি মার্কেটে তুফান উঠতে চলেছে Mahindra-র আগমনে, দুই মাসের মধ্যে চার নতুন মডেল

Tata Nexon EV-র ফাঁকা মাঠে গোল দেওয়ার দিন শেষ হতে চলেছে। দেশের বেস্ট সেলিং এই বৈদ্যুতিক গাড়ির সাথে টেক্কা নিতে খুব শীঘ্রই XUV400 EV বাজারে আনছে Mahindra।  আগামী দুই মাসের মধ্যে তিন-চারটি নতুন ইলেকট্রিক এসইউভি সামনে আনবে তারা। যার মধ্যে তিন কনসেপ্ট মডেল আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সর্বসমক্ষে আসবে।

ইলেকট্রিক গাড়িই যে ভবিষ্যৎ, সে কথা মাথায় রেখে আগামী তিন থেকে চার বছরের মধ্যে একাধিক বৈদ্যুতিক এসইউভি গাড়ি লঞ্চ করবে মাহিন্দ্রা। তার সূচনা হবে জ্বালানি তেল চালিত XUV300-এর ইলেকট্রিক ভার্সনের মাধ্যমে। এটি XUV400 EV নামে আগামী সেপ্টেম্বর মাসে উন্মোচিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Mahindra-র তিন Electric SUV কনসেপ্ট মডেল

মাহিন্দ্রা ইতিমধ্যেই তাদের আসন্ন নতুন বৈদ্যুতিক গাড়ির ৩টি কনসেপ্ট মডেলের টিজার প্রকাশ করেছে। এগুলি সংস্থার নতুন ইভি-ডেডিকেটেড প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। গাড়িগুলির ডিজাইন করেছে তাদের ব্রিটেনের শাখা মাহিন্দ্রা অ্যাডভান্স ডিজাইন ইউরোপ বা MADE। ‘Born Electric Vision’ নামক এই টিজারের মাধ্যমে সংস্থাটি তাদের ভবিষ্যতের ইলেকট্রিক এসইউভি গাড়ির মডেল সম্পর্কে ধারণা দিয়েছে।

ভিডিওতে তিনটি ভিন্ন এসইউভি গাড়ির মডেল দেখানো হয়েছে। যার মধ্যে রয়েছে কম্প্যাক্ট এসইউভি, মিড-সাইজ এসইউভি এবং এসইউভি ক্যুপ। এগুলি একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। ক্যুপ মডেলের উপর নির্ভর করে ভবিষ্যতে সংস্থার আসন্ন ফ্লেক্সশিপ মডেল XUV900 আনা হতে পারে। মিড-সাইজ এসইউভি মডেলটি হতে পারে‌ XUV700 এর সম-মাপের গাড়ি। তৃতীয়টি হতে পারে নতুন প্রজন্মের XUV500-এর নমুনা মডেল। যার স্থান হবে XUV400 ও XUV700-এর মাঝামাঝি।

Mahindra XUV400

সম্প্রতি ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বা BII মাহিন্দ্রার নতুন ইলেকট্রিক ভেহিকেল শাখায় ১,৯২৫ কোটি টাকা লগ্নি করেছে। এই অর্থ সংস্থার বিশ্বব্যাপী পোর্টফোলিওতে আধুনিক প্রযুক্তির এসইউভি গাড়ির তৈরি ও বাজারজাত করতে ব্যবহৃত হবে। eXUV300-এর উপর ভিত্তি করে তৈরি XUV400 এ বছর সেপ্টেম্বরে অফিশিয়ালি আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করেছে সংস্থা।

গাড়িটি লম্বায় ৪.২ মিটার ও বেশি বুটস্পেস যুক্ত হতে পারে। এটি MESMA বা মাহিন্দ্রা ইলেকট্রিক স্কেলেবেল অ্যান্ড মডিউলার আর্কিটেকচার প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। ৩৫০ ভোল্ট এবং ৩৮০ ভোল্ট – এই দুই ব্যাটারির বিকল্পে আসবে Mahindra XUV400। প্রথমটি Nexon EV-র সাথে টেক্কা নিলেও দ্বিতীয় মডেলটি MG ZS EV ও Hyundai Kona EV-র সাথে পাঙ্গা নেবে।