Mahindra XUV400 EV: বৈদ্যুতিক গাড়ি বাজারে টাটাকে টেক্কা দিতে মাহিন্দ্রার বাজি ইলেকট্রিক SUV, লঞ্চের আগে দেখা গেল রাস্তায়

ভারতের ‘SUV স্পেশালিস্ট’ হিসেবে খ্যাতনামা মাহিন্দ্রা (Mahindra) এবারে বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসার প্রতি ঝোঁক বাড়িয়েছে। এ বছর ১৫ই আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্থাটি একসাথে পাঁচটি নতুন ইলেকট্রিক এসইউভি মডেল উন্মোচিত করবে বলে নিশ্চিত করেছে। তবে মডেলগুলি ব্রিটেনে প্রদর্শিত হবে বলে জানা গেছে। এদিকে 2020 Auto Expo-তে প্রদর্শিত eXUV300-এর উপর ভিত্তি করে তৈরি XUV400 EV নামের গাড়িটি ভারতের বাজারে সংস্থার সর্বপ্রথম বৈদ্যুতিক এসইউভি হিসেবে আনা হবে। এবারে এই জল্পনার আগুনে ঘৃতাহুতি দিল এদেশের রাস্তায় Mahindra XUV400 EV-র দর্শন। যা গাড়িটির শীঘ্রই লঞ্চের সম্ভাবনাকে দৃঢ় করেছে। অনুমান করা হচ্ছে, চলতি বছরের শেষার্ধে অথবা নতুন বছরের শুরুর দিকে বাজারে পা রাখতে পারে মাহিন্দ্রার প্রথম ব্যাটারি চালিত এসইউভি গাড়িটি।

মাহিন্দ্রার প্রদর্শিত হতে চলা মডেলগুলির মধ্যে ক্যুপ ইলেকট্রিক এসইউভি ছাড়াও রয়েছে মাঝারি আকারের এসইউভি গাড়ি। রাস্তায় দেখা মেলা গাড়িটি প্রোডাকশন ভার্সন বলেই চিহ্নিত হয়েছে। এটি মাহিন্দ্রার অধীনস্থ সংস্থা SsangYang-এর X100 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই একই প্ল্যাটফর্ম XUV300-এও ব্যবহৃত হয়েছে। তবে XUV300-এর দৈর্ঘ্য চার মিটারের কম হলেও আসন্ন XUV400 EV কিন্তু লম্বায় ৪.২ মিটার হবে। যা SsangYang Tivoli SUV-র অনুরূপ।

XUV400 EV দৈর্ঘ্যে বেশি হওয়ার ফলে, কেবিনের ভেতরে যে অধিক জায়গা মিলবে, তা আর বলার অপেক্ষা রাখে না। স্পট হওয়া মডেলটির সমগ্র দেহ মোটা ক্যামোফ্লেজের চাদরে আবৃত। এটি অবিকল 2020 Auto Expo-তে প্রদর্শিত eXUV300-এর কনসেপ্ট মডেলের ন্যায় দেখতে। সামনে বুমেরাং আকৃতির এলইডি ডিআরএল সহ হেডলাইটটি কনসেপ্ট মডেলটির সদৃশ। আবার কনসেপ্ট মডেলটির মতোই XUV400 EV-র সামনের গ্রিলটি রুদ্ধ। বাম্পারের নিচের দিকে রয়েছে ছোট এয়ার ড্যাম।

নতুন মডেলটিতে Adreno-X ইনফোনটেনমেন্ট সিস্টেমের দেখা মিলতে পারে। অন্যদিকে নিজেদের বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত ব্যাটারি LG Chem-এর থেকে নেবে বলে তাদের সাথে আগেই গাঁটছড়া বেঁধেছে মাহিন্দ্রা। আসন্ন মডেলে ব্যবহৃত হবে উচ্চ শক্তির এনএমসি সেল। এই সেল Tata Nexon EV-তে ব্যবহৃত সিলিন্ড্রিক্যাল এলপিএফ সেলের চাইতো অধিক কার্যকরী বলে দাবি করেছে সংস্থা। এই এনএমসি সেল Mahindra XUV400 EV-কে বেশি শক্তি উৎপন্ন করতে ও রেঞ্জ বাড়াতে বিশেষভাবে সহায়তা করবে।

অনুমান করা হচ্ছে গাড়িটির রেঞ্জ হতে পারে ৪০০ কিমি। বাজারের MG ZS EV, Hyundai Kona EV, Tata Nexon EV Max-এর সাথে প্রতিযোগিতায় শামিল হবে XUV400 EV। আবার Tata Nexon EV-এর দাম ১৮.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হলেও, Mahindra XUV400 EV-র মূল্য ১৮-২৫ লাখ টাকার কাছাকাছি রাখা হবে বলে অনুমান।