EV: বৈদ্যুতিক গাড়ির রক্ষনাবেক্ষনের খরচ জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির তুলনায় কম, সমীক্ষায় নয়া তথ্য

বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের আরও একটি ইতিবাচক দিক এবার সমীক্ষায় প্রকাশ পেল। দেখা গেছে ইন্টার্নাল কম্বাশান ইঞ্জিনের গাড়ির তুলনায় ই-যানবাহনের রক্ষনাবেক্ষনের খরচ অনেকটাই কম পড়ছে। প্রকাশিত রিপোর্টের তথ্য যে বৈদ্যুতিক বাহনের প্রতি মানুষকে অধিক আকৃষ্ট করবে তা বলাই বাহুল্য।

এটা ঠিক যে প্রাথমিক পর্যায়ে (যা প্রথম এক বছর) ইলেকট্রিক গাড়ির রক্ষনাবেক্ষনের খরচ প্রচলিত জ্বালানি চালিত গাড়ির খরচের তুলনায় সামান্য বেশি। তবে শেষ পর্যন্ত দেখা গেছে বৈদ্যুতিক গাড়ির লালন পালনের খরচ জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির তুলনায় অনেকটাই কম পড়ছে।

উই প্রেডিক্ট (We Predict) সমীক্ষক সংস্থার রিপোর্টে দেখা গেছে, আমেরিকায় বৈদ্যুতিক গাড়ি কেনার প্রথম তিন মাসে গড়ে ১২৩ ডলার (প্রায় ৯,১৯৩ টাকা) সার্ভিসের জন্য খরচ হয় এবং প্রথম বছরে সেই খরচের পরিমাণ গিয়ে দাঁড়ায় গড়ে ৩০৬ ডলারে (প্রায় ২২,৮৭১ টাকা)। অন্যদিকে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির ক্ষেত্রে প্রথম তিন মাস এবং এক বছরে এই খরচের পরিমাণ যথাক্রমে ৫৩ ডলার (বা ৩,৯৬১ টাকা) ও ১৮৯ ডলার (বা ১৪,১২৬ টাকা)।

তবে মজাদার বিষয় হলো যতদিন যাবে এই চিত্রটি বিপরীত হতে শুরু করবে। উক্ত সমীক্ষায় অন্তত সেই চিত্রই দেখা গেছে। ইলেকট্রিক যানবাহনের প্রথম তিন বছরের রক্ষণাবেক্ষণের খরচ পড়ছে ৫১৪ ডলার (বা ৩৮,৪১৭ টাকা)। জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির ক্ষেত্রে তার পরিমাণ ৭৪৯ ডলার (বা ৫৫,৯৮১ টাকা)। এ থেকেই বোঝা যাচ্ছে সমীক্ষায় যা দাবি করা হয়েছে তা সম্পূর্ণ যুক্তিযুক্ত।