Earn from Twitter: একটি টুইট করলে পাবেন ৫০ হাজার টাকা, প্রোফাইলে কী পরিবর্তন করবেন জেনে নিন

করোনা মহামারীর আর্বিভাবের পর থেকে অনলাইনে বিভিন্ন উপায়ে রোজগারের কথা ইদানীংকালে হামেশাই শোনা যায়। বাড়িতে নিজের স্বাচ্ছন্দ্যে থেকে কেবলমাত্র কয়েকটি সহজ কাজ করেই অনলাইনে উপলব্ধ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এখন গোছা গোছা টাকা রোজগার করতে সক্ষম হচ্ছেন মানুষ। সেক্ষেত্রে এবার জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট Twitter (টুইটার)-ও ইউজারদেরকে মোটা টাকা আয়ের সুযোগ দিচ্ছে। আপনি শুনলে অবাক হবেন যে, এখন কিছু আকর্ষণীয় টুইট করেই ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব! কি, বিশ্বাস হচ্ছে না? তবে অবিশ্বাস্য বলে মনে হলেও এখন Twitter-এর মাধ্যমে বহু মানুষই এই টাকা পকেটস্থ করার সুযোগ পাচ্ছেন। আর তা কীভাবে সম্ভব হচ্ছে, সেই কথাই আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাতে চলেছি।

টুইটার থেকে মোটা টাকা আয় করতে হলে আপনাকে এমন একটি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যার প্রচুর সংখ্যক ফলোয়ার থাকবে। এটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, এর জন্য আপনাকে আপনার টুইটার অ্যাকাউন্টে একটি চমকপ্রদ নাম, নজরকাড়া ছবি দেওয়ার পাশাপাশি রোজ এমন কিছু টুইট করতে হবে যেগুলি বিপুল সংখ্যক মানুষকে আকর্ষিত করবে। আর এর সুবাদেই প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা। এর পাশাপাশি আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করিয়ে নিলেই টুইটার মারফত রোজগারের পথটি আপনার জন্য আরও সুগম হয়ে উঠবে।

যদি প্রচুর সংখ্যক মানুষ আপনার টুইটার অ্যাকাউন্ট থেকে করা মজাদার তথা চিত্তাকর্ষক টুইটগুলিকে পছন্দ করতে শুরু করে, তাহলেই আপনি রীতিমতো বিখ্যাত হয়ে উঠবেন। আর এই জনপ্রিয়তার জেরেই আপনি একাধিক নামজাদা কোম্পানির নজরে পড়ে যেতে পারেন। তারা আপনাকে তাদের কোম্পানির হয়ে নজরকাড়া টুইট করার সুযোগ দিতে পারে, আর এইভাবে গোস্টরাইট টুইট করে আপনি মোটা টাকা আয় করতে সক্ষম হবেন। শুনলে অবাক লাগবে যে, একটি টুইট করার জন্যই কোম্পানি আপনাকে ৫০,০০০ টাকা অফার করতে পারে, যা রীতিমতো একটি চমকে দেওয়ার মতো খবর!

এছাড়াও, টুইটারে প্রোডাক্ট বিক্রি করার অপশনও রয়েছে। টুইটারের মাধ্যমে নিজেদের প্রোডাক্ট বিক্রি করে এখন অনেকেই বেশ ভালোরকম মুনাফা অর্জন করে নিজেদের ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর খুব কম পুঁজিতেই এই ধরনের ছোটোখাটো ব্যবসা শুরু করা যাচ্ছে বলে অনেকেই এখন রোজগারের জন্য এই পথ অবলম্বন করছেন। টুইটারে কেউ আপনার কোনো প্রোডাক্ট অর্ডার করলে পণ্যটির দামের কিছু অংশ সংস্থাকে দিতে হয়, তবে এতে আয়ের সিংহভাগই আপনার অর্জিত লাভ হিসেবে থেকে যায়। সুতরাং জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইটটির মাধ্যমে ঘরে বসে সহজেই কিছু টাকা রোজগার করতে এই পন্থাটিও কিন্তু আপনি অনায়াসে অবলম্বন করে দেখতে পারেন। তবে শুরুতেই বলেছি, এর জন্য ভালো প্রোফাইল থাকাটাও কিন্তু খুবই জরুরি।