অনলাইনে আপেল অর্ডার করে পেলেন Apple iPhone

অনলাইন শপিংয়ে নাকের বদলে নরুন পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। আমরা প্রায়শই এই ধরনের খবর শুনে থাকি যে, ক্রেতারা যে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন, তার বদলে…

অনলাইন শপিংয়ে নাকের বদলে নরুন পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। আমরা প্রায়শই এই ধরনের খবর শুনে থাকি যে, ক্রেতারা যে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন, তার বদলে তাঁর হাতে এসে পৌঁছেছে সম্পূর্ণ অন্য আরেকটি প্রোডাক্ট। একটি দামি প্রোডাক্ট অর্ডার করে পরিবর্তে একটি কমদামি প্রোডাক্ট হাতে পাওয়ার ঘটনাই বেশিরভাগ সময়ে ঘটে থাকে। তাই অনলাইন ক্রেতাদের মধ্যে সর্বদাই একটি আইটেম অর্ডার করে অন্য কিছু পাওয়ার আশঙ্কা থেকেই যায়। তবে এবার ব্রিটেনের টুইকেনহামের ৫০ বছর বয়সী এক বাসিন্দা নিক জেমসের জন্য এই আশঙ্কা একপ্রকার আশীর্বাদরূপে পরিণত হল। অনলাইনে আপেল অর্ডার করে আপেলের সাথে সাথে তিনি হাতে পেলেন একটি আস্ত iPhone SE-ও! আসলে ঘটনাটি ঠিক কী ঘটেছিল, আসুন বিস্তারিতভাবে তা জেনে নেওয়া যাক।

জেমস তার স্থানীয় অনলাইন গ্রোসারি স্টোর টেসকো থেকে এক ব্যাগ আপেল অর্ডার করেছিলেন। কিন্তু যখন তিনি অর্ডার রিসিভ করেন, তিনি দেখতে পান যে এতে কেবল আপেলই নয়, সাথে একেবারে নতুন একটি Apple iPhone SE-ও রয়েছে। বিস্মিত জেমস প্রথমে ভেবেছিলেন এটি অবশ্যই একটি প্র্যাঙ্ক, কেউ নিশ্চয়ই তার সাথে মজা করছে। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে এটি কোনো প্র্যাঙ্ক নয়, তিনি আদপেই বিনামূল্যে একটি আইফোন পেয়ে গেছেন।

একটি রিপোর্টে জানা গেছে যে, বিনামূল্যে আইফোন ডেলিভারির এই ঘটনাটি কোনো প্র্যাঙ্ক নয়। আসলে, এটি বহুজাতিক গ্রোসারি স্টোর চেইন টেসকো দ্বারা পরিচালিত একটি প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ। ‘Super Substitute’ অফার নামে এই প্রচারাভিযানে টেসকো অ্যাপল আইফোন, এয়ারপড এবং অন্যান্য বৈদ্যুতিন পণ্য বিনামূল্যে ডেলিভারি করছে, যা কেবলমাত্র কিছু ভাগ্যবান গ্রাহকরাই পাচ্ছেন। লাকি ড্র-এর মাধ্যমে বিজয়ীদের যথেচ্ছভাবে বাছাই করা হচ্ছে।

তবে আসল কারণ যাই হোক না কেন, হাতে বিনামূল্যে একটি আনকোরা নতুন আইফোন পেয়ে যারপরনাই খুশি নিক জেমস। দ্য মিরর-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস জানিয়েছেন, “আমি খানিকটা আশা করছিলাম যে এটি ইস্টার এগ বা ওই জাতীয় কিছু একটা হবে, কিন্তু পরে সত্যিটা জানতে পারায় আমি রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলাম। তবে আমার ছেলে এই ঘটনায় অত্যন্ত আনন্দিত ও খুশি হয়েছে।”

জেমসের ক্ষেত্রে ঘটনাটির একটি আনন্দদায়ক পরিসমাপ্তি ঘটলেও সবার ক্ষেত্রে একেবারেই তা হয় না। প্রসঙ্গত উল্লেখ্য যে, মার্চ মাসে, চীনের একজন মহিলা একটি Apple iPhone অর্ডার করেন এবং পরিবর্তে তার হাতে আসে এক বোতল অ্যাপেল-ফ্লেভারড ড্রিংক। লিউ নামক ওই মহিলা একটি iPhone 12 Pro Max-এর বাক্সের ভিতরে এক বোতল অ্যাপেল-ফ্লেভারড য়োগার্ট ড্রিঙ্কস পেয়েছিলেন, যা তিনি অনলাইনে অর্ডার করেছিলেন বলে জানা গেছে। লিউ নতুন আইফোনের জন্য $১,৫০০ ব্যয় করেছিলেন, কিন্তু পরিবর্তে অ্যাপেল ড্রিঙ্ক পেয়ে চূড়ান্তরকমভাবে হতবাক এবং হতাশ হয়েছিলেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন