আজ থেকে নতুন দামে পাওয়া যাবে Maruti Suzuki গাড়ি, কী জানালো সংস্থা?

কয়েকদিন আগেই সেপ্টেম্বর থেকে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছিল দেশের বৃহত্তম যাত্রিগাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki)। আর আজ শেয়ার মার্কেটকে সংস্থাটি জানিয়েছে, নির্দিষ্ট মডেলের…

কয়েকদিন আগেই সেপ্টেম্বর থেকে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছিল দেশের বৃহত্তম যাত্রিগাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki)। আর আজ শেয়ার মার্কেটকে সংস্থাটি জানিয়েছে, নির্দিষ্ট মডেলের গাড়ির ক্ষেত্রে ১.৯ শতাংশ বাড়ানো হচ্ছে দাম৷ ৬ সেপ্টেম্বর, সোমবার অর্থাৎ আজ থেকেই প্রযোজ্য হবে সেই নতুন মূল্য। গাড়িগুলির এক্স-শোরুমের দামের সঙ্গে বর্ধিত দাম যুক্ত করা হবে।

প্রতিটা মডেলের ক্ষেত্রে দাম বৃদ্ধির পরিমাণ কতটা, তা শীঘ্রই সংস্থার তরফে ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত জানুয়ারি এবং এপ্রিলের পর এই নিয়ে তৃতীয়বার দাম বাড়ল মারুতি সুজুকির গাড়ির।

জানিয়ে রাখি, সেপ্টেম্বরের শেষান্তে মারুতি সুজুকি কর্তৃপক্ষ জানিয়েছিল, কাঁচামালের ‘বিপুল’ দর বৃদ্ধির কারণে ফের একবার দাম বৃদ্ধির পথে হাঁটতে চলেছে তারা। মারুতির সিনিয়র এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) শশাঙ্ক শ্রীবাস্তবের বক্তব্য ছিল, বিগত এক বছরে কাঁচামালের দাম এতটাই বেড়েছে যে, গাড়ির দাম কিছুটা বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনও পথ খোলা নেই। তবে দাম বাড়লেও ক্রেতাদের গাড়ি কেনার ইচ্ছায় যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, তার জন্য হিসেব কষা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

এদিকে গাড়ির দাম বাড়ানোর পাশাপাশি বৈদ্যুতিন যন্ত্রাংশে ত্রুটির আশঙ্কায় মেরামতের জন্য বাজার থেকে ১.৮১ লক্ষ গাড়ি ফিরিয়ে নিচ্ছে মারতি সুজুকি। ২০১৮ সালের ৪ মে থেকে ২০২০ সালের তৈরি হওয়া Ciaz, S-Cross, Vitara Brezza, Ertiga এবং XL6-এর পেট্রোল ভ্যারিয়েন্টের মোটর জেনারেটরে ত্রুটি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন