ভারতে আসছে বহু প্রতীক্ষিত Maruti Suzuki Jimny SUV? জল্পনা বাড়াল টিজার

পুজোর মরসুমে নিজেদের নতুন গাড়ির টিজার ভিডিও প্রকাশ করলো ভারতের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা Maruti Suzuki। তবে গাড়ির নাম সম্পূর্ণ গোপন রেখেছে সংস্থাটি। টিজারটিতে কেবল…

পুজোর মরসুমে নিজেদের নতুন গাড়ির টিজার ভিডিও প্রকাশ করলো ভারতের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা Maruti Suzuki। তবে গাড়ির নাম সম্পূর্ণ গোপন রেখেছে সংস্থাটি। টিজারটিতে কেবল নেক্সা (Nexa) সেগমেন্টের কথা উল্লেখ রয়েছে, যা দেখে অনুমান করা যাচ্ছে এটি সংস্থার বহুপ্রতীক্ষিত গাড়ি Jimny SUV হতে পারে। জানিয়ে রাখি, ইতিমধ্যেই রেট্রো গাড়িটির থ্রি-ডোর ভার্সন বিশ্ববাজারে রপ্তানির জন্য প্রস্তুত করেছে সংস্থাটি। তবে ভারতের বাজারে এটি ফাইভ-ডোর ভার্সনের সাথে আসতে চলেছে, যার নির্মাণকার্য এখনো চলছে বলেই খবর।

Mahindra Thar এবং Force Gurkha জিপ মডেলের এই গাড়ি দুটি ইতিমধ্যেই ভারতের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। এই দুটি গাড়ির সাথে প্রতিদ্বন্দ্বীতা করতেই Jimny SUV বাজারে আনতে চলেছে Maruti Suzuki। সব ঠিকঠাক চললে আগামী বছরই দেশীয় বাজারে লং-হুইল বেস গাড়িটির আত্মপ্রকাশ ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।

অ্যাডভেঞ্চারার এই গাড়িটির সাথে নামের মিল থাকায়, এটি সংস্থার জনপ্রিয় মডেল, জিপসি (Gypsy)-র উত্তরসূরি হতে পারে বলে মত অনেকের। ভারতে গাড়িটি সংস্থার প্রিমিয়াম রিটেল নেটওয়ার্ক – নেক্সার মাধ্যমে বিক্রি করা হতে পারে। তবে Jimny SUV লঞ্চের প্রসঙ্গে সংস্থার তরফে কিছুই জানানো হয়নি।

Maruti Suzuki Jimny SUV-এর সম্ভাব্য ফিচার

মারুতি সুজুকি জিমনি এসইউভি-র ইন্টারন্যাশনাল মডেলটি ১.৪ লিটার মিল্ড হাইব্রিড টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনের সাথে আসতে পারে। যদিও এর দেশীয় ভার্সনটিতে থাকতে পারে ১.৫ লিটারের কে১৫বি পেট্রোল ইঞ্জিন, যা সংস্থার Vitara Brezza, Ciaz, Ertiga এবং XL6 গাড়িগুলিতেও রয়েছে। এর ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ৬,০০০ আরপিএম গতিতে ১০৩ বিএইচপি শক্তি এবং ৪,৪০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৩৮ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। এছাড়াও দুটি ট্রান্সমিশনের বিকল্পে মিলতে পারে গাড়িটি – ৫-স্পিড ম্যানুয়াল এবং ৪-স্পিড অটোমেটিক টর্ক কনভার্টার ট্রান্সমিশন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন