Maruti Suzuki: গোটা দেশে মারুতির এখন 500 ড্রাইভিং স্কুল, শেখানোর দুর্দান্ত ব্যবস্থা, ফেসিলিটি প্রচুর

দেশের বৃহত্তম যাত্রীগাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)-র সমগ্র ভারতে যে ড্রাইভিং স্কুল রয়েছে তা সকলেরই জানা। কিন্তু সেই সংখ্যাটি যে ৫০০-তে পৌঁছেছে, তার আন্দাজ…

দেশের বৃহত্তম যাত্রীগাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)-র সমগ্র ভারতে যে ড্রাইভিং স্কুল রয়েছে তা সকলেরই জানা। কিন্তু সেই সংখ্যাটি যে ৫০০-তে পৌঁছেছে, তার আন্দাজ হয়তো অনেকেরই ছিল না। বুধবার সংস্থাটি সে কথাই ঘোষণা করল। তারা জানিয়েছে, ভারতের ২৪২টি শহরে তাদের মোট ৫০০টি গাড়ি চালাতে শেখানোর প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

২০০৫ সালে এই ক্ষেত্রে পথ চলা শুরু করেছিল ইন্দো-জাপানি সংস্থাটি। মারুতির দাবি গাড়ি চালাতে অজ্ঞ ব্যক্তিদের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাথমিক পর্যায় থেকে ধীরে ধীরে দক্ষ করে তোলে তারা। তাদের এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি ডিলারদের যৌথ সহযোগিতায় খোলা হয়েছে। এই কেন্দ্রগুলির গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বমানের ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে ভারতীয়দের রাস্তায় গাড়ি চালানোর জন্য উচ্চমানের ট্রেনিং দেওয়া হয়।

এমনকি ট্রেনিং স্কুলে ছাত্রদেরও ক্লাস করানো হয়। এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, “আন্তর্জাতিক ক্ষেত্রের সমমানের সমগ্র কোর্সটি অতি যত্নের সাথে সাজানো হয়েছে, যাতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতেকলমেও শেখানো যায়। এই পর্বে একজনকে রাস্তায় গাড়ি চালানোর সঠিক নিয়ম, আত্মরক্ষার উপায়, ট্রাফিক নিয়ম এবং আনুষঙ্গিক শিক্ষায় শিক্ষিত করে তোলা হয়। এমনকি গাড়ির রক্ষণাবেক্ষণ ও জরুরী অবস্থায় টুকটাক মেরামতির ধারণাও দেওয়া হয়।”

গাড়ি চালানো শিখতে গেলে রাস্তায় চলার নিয়ম কানুনের প্রসঙ্গে সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব (মার্কেটিং অ্যান্ড সেলস) বলেন, “মারুতি সুজুকি ড্রাইভিং স্কুল বা MSDS লঞ্চ করা হয়েছিল যাতে গ্রাহকদের সুরক্ষিতভাবে গাড়ি চালানো এবং ভারতে রাস্তায় চলাচলের নিয়ম শেখানো হয়। MSDS নেটওয়ার্কের প্রায় ১,৫০০ শংসাপত্র প্রাপ্ত এবং বিশেষজ্ঞ প্রশিক্ষক রয়েছেন। যারা নিরাপদে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকেন।”