MediaTek Dimensity 1300: 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট সহ এল নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর

গত বছর মিডিয়াটেক (MediaTek) তাদের ফ্ল্যাগশিপ প্রসেসর, MediaTek Dimensity 9000 উন্মোচন করে। তারপর চলতি বছর সংস্থাটি তাদের Dimensity 8000 সিরিজের চিপসেটগুলিও বাজারে আনে। ইতিমধ্যেই বিভিন্ন স্মার্টফোন সংস্থাগুলি তাদের লেটেস্ট স্মার্টফোনে এই চিপগুলির ব্যবহারও শুরু করেছে। তার মধ্যে Realme GT Neo 3 এবং Redmi K50 সিরিজের সাম্প্রতিক লঞ্চের পর, মনে করা হচ্ছে মিডিয়াটেক তাদের Dimensity 8100, Dimensity 9000 প্রসেসরগুলির সাথে ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড সিস্টেম-অন-চিপ (SoC) মার্কেটে শীর্ষস্থান দখল করার প্রচেষ্টায় রয়েছে। তবে, শোনা যাচ্ছিল মিডিয়াটেক এবছরের আসন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির জন্য আরও একটি মিড রেঞ্জ ডাইমেনসিটি প্রসেসর বাজারে আনতে পারে। এবার সেই জল্পনাকেই বাস্তব করে মিডিয়াটেক তাদের ডাইমেনসিটি পরিবারে যোগ করলো নতুন MediaTek Dimensity 1300 চিপসেটটিও। আসুন এই নতুন প্রসেসরটির সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০- এর স্পেসিফিকেশন (MediaTek Dimensity 1300 Specifications)

মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০, গত বছর লঞ্চ হওয়া মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ চিপসেটের উত্তরসূরি। এতে একটি অক্টা-কোর সেটআপ রয়েছে, যেখানে চারটি কর্টেক্স-এ৭৮ (Cortex-A78) কোর, যার মধ্যে একটি আল্ট্রা এ৭৮ কোরের সর্বোচ্চ ক্লক স্পিড ৩ গিগাহার্টজ, এবং ওপর তিনটি এ৭৮ সুপার কোর ২.৬ গিগাহার্টজে রান করে। আবার বাকি চারটি কর্টেক্স-এ৫৫ (Cortex-A55) এফিসিয়েন্সি কোরের সর্বোচ্চ গতি ২ গিগাহার্টজ। ডাইমেনসিটি ১৩০০ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় চলে এবং এতে ৬৪ বিট অ্যাপ্লিকেশন সাপোর্ট করে। এতে অনবোর্ডে গ্রাফিক্সকে শক্তিশালী করার জন্য এআরএম মালি-জি৭৭ এমসি৯ (ARM Mali-G77 MC9) জিপিইউ রয়েছে যা গত বছরের ডাইমেনসিটি ১২০০ চিপের জিপিইউ-এর মতোই শক্তিশালী।

আপগ্রেডের দিকে দেখলে, Dimensity 1300-এ গত বছরের তুলনায় একটি উন্নত আইএসপি (ISP) রয়েছে, সেকারণে এটি এখন ২০০ মেগাপিক্সেল পর্যন্ত সেন্সর এবং দ্রুত ৪কে স্ট্রিমিংয়ের জন্য হার্ডওয়্যার-অ্যাক্সিলারেটেড এভি১ ডিকোডিং সাপোর্ট করে। শুধু এটাই নয়, আইএসপি কম আলোর শটগুলিকে আরও উন্নত করে, কারণ এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভালো মানের ছবির জন্য রিয়েল-টাইম ৩-এক্সপোজার ফিউশন ব্যবহার করে।

এছাড়া, MediaTek Dimensity 1300-এর অন্যান্য প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ১৬ জিবির ৪২৬৬ এমবিপিএস (Megabites per second)-এর এলপিডিডিআর৪এক্স র‍্যামের জন্য সাপোর্ট, ইউএফএস ৩.১ সাপোর্ট, ২,৫২০ x ১,০৮০ ১৬৮ হার্টজ ডিসপ্লের জন্য সাপোর্ট এবং ডুয়েল জি৫ (DualG5)-এর জন্য সাপোর্ট।

উল্লেখ্য, MediaTek Dimensity 1300 প্রসেসরটি Dimensity 800 এবং Dimensity 900 সিরিজের চিপগুলির তুলনায় উচ্চ মূল্যের হলেও, এটি উচ্চমানের Dimensity 8100 এবং Dimensity 9000-এর চেয়ে সস্তা। এই নতুন চিপসেটটি শীঘ্রই আসন্ন OnePlus Nord 2T এবং Redmi Note 12 সিরিজের ফোনে দেখা যাবে।