১০-১২ হাজার টাকায় আসতে পারে 5G ফোন, চলতি মাসেই নতুন প্রসেসর আনছে মিডিয়াটেক

মোবাইল চিপসেট মার্কেটে অন্যতম বড় ব্র্যান্ড বর্তমানে মিডিয়াটেক। এই ব্র্যান্ডের হেলিও এবং ডাইমেনসিটি প্রসেসর সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। এবার তারা 5G স্মার্টফোনের জন্য নতুন চিপসেট…

মোবাইল চিপসেট মার্কেটে অন্যতম বড় ব্র্যান্ড বর্তমানে মিডিয়াটেক। এই ব্র্যান্ডের হেলিও এবং ডাইমেনসিটি প্রসেসর সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। এবার তারা 5G স্মার্টফোনের জন্য নতুন চিপসেট লঞ্চ করতে চলেছে। তবে এই চিপসেট হবে অত্যন্ত সাশ্রয়ী এবং সুলভ মূল্যের। একটি রিপোর্ট থেকে মনে করা হচ্ছে চলতি মাসেই এই নতুন মোবাইল চিপসেট বাজারে আসতে চলেছে। এবং এই চিপসেট তৈরি হয়েছে মূলত এন্ট্রি লেভেল ৫জি স্মার্টফোনগুলির জন্য।

এই নতুন প্রজেক্টে মিডিয়াটেক তাদের অত্যন্ত জনপ্রিয় ডাইমেনসিটি মডেলের Dimensity 800 এবং Dimensity 600 সিরিজের চিপসেট মার্কেটে নিয়ে আসতে চলেছে। এই সিরিজের চিপসেটগুলি কমদামি স্মার্টফোনের জন্য তৈরি করা হবে, যেগুলি তে ৫জি টেকনোলজি সাপোর্ট করবে। কিছুদিন আগে, মিডিয়াটেকের প্রতিদ্বন্দ্বী কোম্পানি কোয়ালকম লঞ্চ করেছিল স্ন্যাপড্রাগণ ৬৯০ ৫জি চিপসেট। এই প্রসেসরটি মিড রেঞ্জ স্মার্টফোনের জন্য তৈরি করা হয়েছিল। কোয়ালকম কে টেক্কা দিতে তাই মিডিয়াটেক এ মাসের শেষের দিকে লঞ্চ করবে আরো লো প্রাইস সেগমেন্টের জন্য ৫জি চিপসেট।

ডাইমেনসিটি ৬০০ ও ৮০০ দুটো চিপসেট ছাড়াও মিডিয়াটেকের আরো বেশ কয়েকটি ৫জি চিপসেট বাজারে জনপ্রিয়। এর মধ্যে অন্যতম হলো Dimensity 1000L এবং Dimensity 1000। এদিকে এই নতুন Dimensity 800 এবং Dimensity 600 সিরিজের চিপসেট লঞ্চ হওয়ার আগেই বাজারে সাড়া ফেলে দিয়েছে।

ইতিমধ্যেই বড় বড় মোবাইল কোম্পানিগুলি মিডিয়াটেকের এই নতুন চিপসেটের মাধ্যমে কম বাজেটের ৫জি স্মার্টফোন তৈরির পরিকল্পনা নিয়ে ফেলেছে। চীনের বেশ কয়েকটি কোম্পানি এই দৌড়ে সবার আগে রয়েছে। এরমধ্যে অন্যতম শাওমি এবং রিয়েলমি। আপনাদের জানিয়ে রাখি, শাওমি এবং রিয়েলমি কোম্পানি বর্তমানে মিডিয়াটেকের সঙ্গে যুক্ত হয়ে এই নতুন চিপসেটের লঞ্চিং পার্টনার হওয়ার পরিকল্পনা নিয়েছে। এখন এটাই দেখার যে, এ মাসের শেষের দিকে মিডিয়াটেকের এই প্রসেসর লঞ্চ হওয়ার পরে মার্কেটে কতটা জনপ্রিয়তা লাভ করতে পারে।