Mercedes Benz: নতুন গাড়ি কিনবেন? Maruti Suzuki-র পর এবার গাড়ির দাম বাড়ানোর ঘোষণা মার্সিডিজের

নতুন বছরে গাড়ি কেনার কথা ভাবছেন? চোকাতে হতে পারে অধিক মূল্য। এর কারণ ভারতের অন্যতম অটোমোবাইল সংস্থাগুলি সম্প্রতি একের পর এক নিজেদের গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করছে। ১ জানুয়ারি, ২০২২ থেকেই এই বর্ধিত মূল্য কার্যকর হবে। কারণ হিসেবে গাড়ির প্রয়োজনীয় নানাবিধ যন্ত্রাংশ ও কাঁচামালের দর বৃদ্ধিকেই দায়ী করা হয়েছে। ইতিমধ্যেই Maruti Suzuki ও Audi গাড়ির দাম বৃদ্ধির কথা নিশ্চিত করেছে। এবার সেই একই পথ অনুসরণ করল বিলাসবহুল গাড়ির সংস্থা Mercedes-Benz-ও।

এই মূল্য বৃদ্ধির প্রসঙ্গে মারুতি সুজুকি’র তরফে বলা হয়েছে, “গত বছর থেকে বিভিন্ন ইনপুট খরচ বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়ছে সংস্থার গাড়ির দামে। তাই এই জটিল পরিস্থিতির সমাধান স্বরূপ গাড়ির মূল্য বৃদ্ধি করতে হচ্ছে, যা চোকাতে হচ্ছে গ্রাহকদের।” আবার অডি ইন্ডিয়ার প্রধান বালবির সিং ধীলন (Balbir Singh Dhillon) বলেছেন, “অডি ভারতে দীর্ঘস্থায়ী ব্যবসার মডেলের উপর লক্ষ্য স্থির করেছে। ইনপুট এবং অতিরিক্ত খরচ সামাল দিতে মূল্য বৃদ্ধির পথ বেছে নিতে হয়েছে।”

তবে কেবল এই তিনটি সংস্থাই যে গাড়ির দাম বাড়িয়েছে তাই নয়, আগামীতে অন্যান্য সংস্থাগুলিও এই একই পথের পথিক হবে, তেমনটাই অনুমান করা হচ্ছে। কারণ এখনও পর্যন্ত সমগ্র বিশ্বে সেমিকন্ডাক্টরের অপ্রতুলতার ধারা বজায় রয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে গাড়ির উৎপাদনের সংখ্যায়।

কিন্তু এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ভারতের অটোমোবাইলের দুনিয়ায় আরো খারাপ খবর বয়ে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে আগামী বছরে মূল্যবৃদ্ধির ঘোষণা হওয়ায় অনেকেই ডিসেম্বরেই গাড়ি কেনার সিদ্ধান্ত নেবেন। ফলত নতুন বছরে গাড়ির চাহিদায় কিছুটা ভাটা দেখা দিতে পারে। অন্যদিকে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে বাজার পড়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই সেমিকন্ডাক্টরের স্বল্পতার কারণে যদি কোনো সংস্থা উৎপাদন বন্ধের ঘোষণা করে তবে আরও এক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে।