12 এপ্রিল মহা সেল, Tecno Phantom V Fold পাওয়া যাবে 12 হাজার টাকা ছাড়ে

আর্লি অ্যাক্সেস সেল চলাকালীন Tecno Phantom V Fold স্মার্টফোনের দাম শুরু হবে ৭৭,৭৭৭ টাকা থেকে

গত মাসে অনুষ্ঠিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ বা MWC 2023 টেক ইভেন্ট চলাকালীন Tecno তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Tecno Phantom V Fold -এর উপর থেকে পর্দা সরায়। আর আজ সংস্থাটি তাদের এই আপকামিং হ্যান্ডসেটকে আগামী ১১ই এপ্রিল ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে ঘোষণা করেছে। পাশাপাশি এটিকে ১২ই এপ্রিল থেকে ই-কমার্স সাইট অ্যামাজনের (Amazon) মাধ্যমে ‘আর্লি অ্যাক্সেস’ সেলের অধীনে বিক্রি করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে। এর আগে Tecno এই হ্যান্ডসেটটির দাম প্রকাশ করেছিল। আজ আবার লঞ্চ অফারে Tecno Phantom V Fold কত দামে পাওয়া যাবে তা জানা গেল।

প্রসঙ্গত Tecno আরও জানিয়েছে যে, তারা ‘মেক ইন ইন্ডিয়া’ ক্যাম্পেইনের অংশ হিসাবে ভারতীয় বাজারে আসন্ন Phantom V Fold স্মার্টফোনের উৎপাদন স্থানীয় ভাবে পরিচালনা করেছে। সংস্থাটি, নয়ডা ভিত্তিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে আলোচ্য ফ্ল্যাগশিপটি তৈরি করবে বলে পূর্বেই জানিয়েছিল। জানা যাচ্ছে, এই কারখানা প্রতি বছর ২৪ মিলিয়ন ফোন তৈরি করতে সক্ষম।

ভারতে Tecno Phantom V Fold -এর দাম, লঞ্চ অফার, ও লভ্যতা

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হবে। এক্ষেত্রে ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮৯,৯৯৯ টাকা ও ৯৯,৯৯৯ টাকা রাখা হবে।

আর এই ফোল্ডেবল হ্যান্ডসেটটি আগামী ১২ই এপ্রিল থেকে আর্লি অ্যাক্সেস সেলের অধীনে ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে। আর আর্লি অ্যাক্সেস সেল চলাকালীন Tecno Phantom V Fold স্মার্টফোনের দাম শুরু হবে ৭৭,৭৭৭ টাকা থেকে।

Tecno Phantom V Fold -এর স্পেসিফিকেশন

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড স্মার্টফোনটি ৭.৬৫-ইঞ্চির LTPO AMOLED প্রাইমারি ডিসপ্লে প্যানেলের সাথে আসবে, যা ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। আর এই ফোল্ডেবল হ্যান্ডসেটের কভার ডিসপ্লের সাইজ ৬.৪২-ইঞ্চি‌ হবে। এই সেকেন্ডারি ডিসপ্লেটিও LTPO AMOLED প্যানেল, ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টেকনোর এই প্রথম ফোল্ডেবল স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর এবং মালি জি৭১০ জিপিইউ থাকবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, চিপসেটটি TSMC -এর ৪এনএম প্রসেসিং নোডের উপর ভিত্তি করে নির্মিত। যাইহোক, অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১৩ (HiOS 13) কাস্টম স্কিন পাওয়া যাবে। আর ডিভাইসটি ১২ জিবি LPDDR5X র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি UFS 3.1 স্টোরেজের সাথে আসবে।

ক্যামেরা বিভাগের কথা বললে, আসন্ন Tecno Phantom V Fold স্মার্টফোনকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ নিয়ে আসা হবে। এই ক্যামেরাগুলি এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, ২এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং এফ/২.২ অ্যাপারচার এবং ১২০° ফিল্ড-অফ-ভিউ সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হতে পারে। এই ভাঁজযোগ্য ডিভাইসের কভার ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর থাকা পাঞ্চ-হোল নচ কাটআউটের ভিতরে ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার অবস্থান করবে। আবার প্রাইমারি ডিসপ্লেতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার দেওয়া হবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Tecno Phantom V Fold স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। আলোচ্য ডিভাইসে স্টেরিও স্পিকার সেটআপ পাওয়া যাবে। যদিও ৩.৫ মিমি অডিও জ্যাক অনুপস্থিত থাকবে। যাইহোক নিরাপত্তার প্রদানের জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। আর ডিভাইসটি দুটি কালার ভ্যারিয়েন্টে আসবে, যথা – হোয়াইট এবং ব্ল্যাক।