Instagram Parental: বাচ্চারা আর ইনস্টাগ্রামে যা ইচ্ছা তাই করতে পারবে না, এল দরকারি ফিচার

মেটা (Meta) মালিকানাধীন ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে (Instagram) সম্প্রতি ‘প্যারেন্টাল সুপারভিশন’ (Parental Supervision) নামে একটি নতুন টুল লঞ্চ করা হয়েছে। কার্যকারিতার কথা বললে,…

মেটা (Meta) মালিকানাধীন ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে (Instagram) সম্প্রতি ‘প্যারেন্টাল সুপারভিশন’ (Parental Supervision) নামে একটি নতুন টুল লঞ্চ করা হয়েছে। কার্যকারিতার কথা বললে, এই টুলের সাহায্যে ইনস্টাগ্রাম ব্যবহার করাকালীন সন্তানদের উপর নজর রাখতে পারবেন অভিভাবকেরা। সোজা ভাষায় বলতে গেলে, অভিভাবকেরা, তাদের সন্তান কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করেছে বা কাদের তারা ফলো করছে তা এই ফিচারের মাধ্যমে জানতে পারবেন। প্রসঙ্গত, ইনস্টাগ্রাম “ইচ্ছাকৃতভাবে শিশুদের জন্য অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আনছে না”, এমন অভিযোগে জর্জরিত হয়েছিল কিছু সময় পূর্বেই। এমনকি, ইউরোপীয় দেশগুলিতে ইনস্টাগ্রামের বিরুদ্ধে পদক্ষেপও নেওয়া হয়েছিল। যার ফলস্বরূপ, বিষয়টির উপর গুরুত্ব আরোপ করে সংস্থাটি প্যারেন্টাল সুপারভিশন ফিচার আনার ঘোষণা করলো।

কবে থেকে ইনস্টাগ্রামে ‘প্যারেন্টাল সুপারভিশন’ (Parental Supervision) টুল ব্যবহার করা যাবে?

মার্ক জুকারবার্গ পরিচালিত মেটা -এর তরফ থেকে, শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের থেকে রক্ষা করার জন্য একটি নতুন প্যারেন্ট কন্ট্রোল টুল নিয়ে আসার, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেইমতোই সংস্থাটি গতকাল ‘প্যারেন্টাল সুপারভিশন’ নামের এই নয়া ফিচার চালু করলো। জানিয়ে রাখি, এই একই দিন থেকেই কথিত ফিচারকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য উপলব্ধ করে দেওয়া হয়েছে। তবে, বিশ্বব্যাপী এই ফিচারটি চালু হতে আরো কয়েক মাস সময় লাগবে।

প্যারেন্টাল সুপারভিশন টুলের সাহায্যে কী নিয়ন্ত্রণ করা যাবে?

এই নয়া ফিচারের সাহায্যে মাতাপিতা, তাদের সন্তান ইনস্টাগ্রামে কাদের ফলো করছে তার উপর যেমন নজরদারি রাখতে পারবেন, তাদের অ্যাকাউন্টে থাকা পোস্টের বিষয়বস্তু দেখার অধিকারও পাবেন। এছাড়া, প্রতিদিন কতক্ষন অ্যাপ ব্যবহার করবে শিশুরা, সেই সময় নির্ধারণ করতে সক্ষম হবেন অভিভাবকেরা।

মেটা অভিভাবকদের ‘সেন্ট্রাল প্লেস কন্ট্রোল’ -এর সুবিধা প্রদান করবে

প্রসঙ্গত, জানিয়ে দিই যে, মে মাসে মেটা একটি ড্যাশবোর্ড চালু করতে চলেছে। যাতে কোয়েস্ট (Quest) হেডসেটের জন্য একটি সুপারভিশন টুল আসবে, যা শিশুদের অ্যাডাল্ট অ্যাপ ডাউনলোড করতে বাধা দেবে। এছাড়া, ইনস্টাগ্রাম এবং কোয়েস্ট উভয় প্ল্যাটফর্মেই প্যারেন্টাল সুপারভিশন টুল দেওয়া হয়েছে। একই ভাবে, সংস্থাটি তাদের ফিচার তালিকায় একটি বিশেষ প্ল্যান যোগ করেছে, যা ব্যবহার করে অভিভাবকরা তাদের সন্তানদের মেটা অধীনস্ত সমস্ত প্ল্যাটফর্মকে একটি সেন্ট্রাল প্লেসে অর্থাৎ একই জায়গায় অ্যাক্সেস করার অনুমতি পাবেন।