Samsung Galaxy A52s 5G ভারতে আসছে ৩ সেপ্টেম্বর, দাম জেনে নিন

সম্প্রতি ইউরোপের মাটিতে পা রেখেছে Samsung Galaxy A52s 5G। গত মার্চে আত্মপ্রকাশ করা Galaxy A52 5G-এর আপগ্রেড ভার্সন হিসেবে বাজারে এসেছে এই স্মার্টফোন। Samsung ইউরোপের পর এবার ভারতে Galaxy A52s 5G লঞ্চ করতে পারে বলে ইতিমধ্যে জল্পনা শোনা যাচ্ছে। প্রত্যাশিত লঞ্চের পূর্বে, ভারতে এই দুর্দান্ত 5G হ্যান্ডসেটের দামের আভাস দিলেন এক জনপ্রিয় টিপস্টার। সেইসঙ্গে ভারতে এটি কবে লঞ্চ হচ্ছে, সেটাও ফাঁস করেছেন ওই টিপস্টার।

Samsung Galaxy A52s 5G এর দাম ও লঞ্চের তারিখ

টিপস্টার অভিষেক যাদবের টুইট বলছে, Samsung Galaxy A52s 5G ফোনটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ – এই দুই মেমরি ভ্যারিয়েন্টে ভারতে আসবে। ভ্যারিয়েন্ট দু’টির দাম হবে যথাক্রমে ৩৫,৯৯৯ টাকা ও ৩৭,৪৯৯ টাকা। উল্লেখ্য, এটা লিস্টেড প্রাইস। অভিষেক যাদব আরও জানিয়েছেন, ৩ সেপ্টেম্বর ভারতে ডিভাইসটি লঞ্চ হচ্ছে।

উল্লেখ্য, স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে ভারতে গ্যালাক্সি এ৫২ এস ৫জি-এর লঞ্চ সম্পর্কে মন্তব্য করেনি। তবে, খুব শীঘ্রই এই নিয়ে অফিসিয়াল ঘোষণা আসবে বলে আশা করা যায়।

Samsung Galaxy A52s 5G স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার-অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। স্যামসাং গ্যালাক্সি এ৫২ এস ৫জি-এর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পিছনে আছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি পেয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। IP67 ওয়াটার রেজিট্যান্স, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মেমরি এক্সপ্যানসানের জন্য RAM Plus প্রযুক্তি, সিকিউরিটির জন্য Samsung Knox – Samsung Galaxy A52s 5G-এর ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন