১২০ ওয়াটের কথা বললেও Mi 10 Ultra আসলে চার্জ হয় ৮০ ওয়াট রেটে

কিছুদিন আগেই ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হয়েছিল Mi 10 Ultra। এই ফোনে কুইক চার্জ ৫ সাপোর্টও আছে। তবে সম্প্রতি Android Authority এর চার্জিং টেস্টে দেখা গেছে মি ১০ আলট্রা ফোনে ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করলেও ৮০ ওয়াট রেটে ফোনটি চার্জ হয়। যদিও এরপরও ফোনটি বাজারের অন্যান্য ফোনের চেয়ে দ্রুতই চার্জ হচ্ছে। কারণ ৮০ ওয়াট রেটে Mi 10 Ultra ফুল চার্জ হতে সময় নিয়েছে ২১ মিনিট। এমনকি এই ফোনটি ১৮ ওয়াট এডাপ্টার দিয়েও চার্জ করা যাবে, তবে তখন সময় লাগবে ৬৮ মিনিট।

Xiaomi, Mi 10 Ultra লঞ্চ করার সময় প্রধান আকর্ষণ হিসাবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের কথা জানিয়েছিল। এমনকি এই ফোনের বাক্সের মধ্যেও ১২০ ওয়াটের চার্জার উপলব্ধ। আমরা অনেকক্ষেত্রেই দেখি কোম্পানিগুলি ফোনে বেশি ওয়াট চার্জিং সাপোর্ট দিলেও, চার্জারের রেট কম থাকে। যদিও শাওমি তা করেনি। কিন্তু তারপরও টেস্টে দেখা গেছে ১২০ ওয়াটের চার্জার দিয়েই ফোনটি ৮০ ওয়াট রেটে চার্জ হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, চার্জিংয়ের শুরুতে ফোনটি ৯২.৩ ওয়াট রেটে চার্জ হয়, এরপর ধীরে ধীরে এই রেট কমে ৮৬.৪ ওয়াট হয়। যদিও শেষের দিকে ফোনটি ৮০.১ ওয়াট রেটে চার্জ হয়।

এদিকে টেস্টে ফোনটি ৮০ ওয়াট রেটে চার্জ হওয়ার সময় ব্যাটারি টেম্পারেচার দেখা গেছে ৪৩.৮ ডিগ্রী সেলসিয়াস। যা সাধারণ টেম্পারেচারের (৪০ ডিগ্রী সেলসিয়াস) থেকেও বেশি। ফলে যদি ফোনটি সত্যি ১২০ ওয়াট রেটে চার্জ হত তাহলে স্বাভাবিক ভাবেই ব্যাটারির টেম্পারেচার আরও বাড়তো। যদিও ব্যাটারি ৭০ শতাংশ চার্জ হওয়ার পর ব্যাটারি টেম্পারেচার অনেকটাই কমে আসে।