স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরের সাথে আসতে পারে Mi 10 এর নতুন ভ্যারিয়েন্ট

Mi 10 সিরিজের অধীনে Xiaomi বেশ কয়েকটি স্মার্টফোন এখনও পর্যন্ত বাজারে এনেছে। সম্প্রতি এই সিরিজের লেটেস্ট ফোন হিসেবে ভারতে লঞ্চ হয়েছে Mi 10i 5G, যেটি Mi 10T Lite রিব্রান্ডেড ভার্সন। এখন রিপোর্ট বলছে, শাওমি Mi 10 লাইন আপে আরও একটি নতুন মডেল সংযুক্ত করার করতে অগ্রসর হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, শাওমি Mi 10 সিরিজের আসন্ন স্মার্টফোনে কোয়ালকমের নতুন চিপ ব্যবহার করছে।

প্রখ্যাত টিপ্সস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো পোস্টে লিখেছেন, আপকামিং Mi 10 হ্যান্ডসেট কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসসরে চলবে। এখন পর্যন্ত অবশ্য ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন বা অফিসিয়াল রিলিজ ডেটের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে খুব সম্ভবত নতুন প্রসেসরের অর্ন্তভুক্তি ছাড়া ফোনটির অন্যান্য বৈশিষ্ট্য অরিজিনাল Mi 10 হ্যান্ডসেটের মতো হতে পারে। অর্থাৎ Mi 10 নতুন প্রসেসর সহ রি-লঞ্চ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

টিপ্সটারের মতে নতুন ডিভাইসটির দাম ৩,৫০০ ইউয়ান (প্রায় ৩৯,৫০০) হতে পারে। সেক্ষেত্রে Mi 10-এর তুলনায় এটি বেশ সস্তায় আসবে৷ Mi 10- এর প্রাথমিক দাম ছিল ৩,৯৯৯ ইউয়ান। স্ন্যাপড্রাগন ৮৭০ এর সাথে আসতে চলা এমআই ১০ সিরিজের নতুন ফোন চীনের বাইরেও উপলব্ধ হবে কি তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, Mi 10 5G ফোনটি ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ট্রুকালার ডিসপ্লের সাথে এসেছিল। প্রসেসর হিসাবে এতে ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগন ৮৬৫। আবার এতে দেওয়া হয়েছিল ৮ জিবি LPDDR5 র‌্যাম এবং ১২৮জিবি/২৫৬ জিবি UFS 3.0 স্টোরেজ। ফোনটির পিছনে ১০৮+১৩+২+২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপলব্ধ। এছাড়াও পাওয়ারের জন্য ছিল ৪,৭৮০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৩০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে।

এদিকে কোয়ালকম গতসপ্তাহে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটটি লঞ্চ করেছে। যাকে বলা হচ্ছে স্ন্যাপড্রাগন ৮৬৫-এর উন্নত ভার্সন। এটি Kryo 585 সিপিইউ-এর সাথে এসেছে, যার মধ্যে ট্রাই-ক্লাস্টার আর্কিটেকচার বর্তমান। স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেটের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এর প্রাইম কোরে পরিলক্ষিত হয়েছে। এই চিপসেটে Adeno 650 জিপিইউ ব্যবহার করা হয়েছে। জানিয়ে রাখি, স্ন্যাপডাগন ৮৭০ বেসড প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে চীনে আজই লঞ্চ হচ্ছে Motorola Edge S।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

24 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

31 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago