Flipkart থেকে কেনা যাবে Mi 11 Lite, ২২ জুন ভারতে লঞ্চ হচ্ছে

কিছুদিন আগে Xiaomi-এর চিফ এগজিকিউটিভ অফিসার মনু কুমার জৈন রসিকতার ঢঙে একটি টুইট করেছিলেন। টুইটে লেখা ছিল, আজকাল ফোনগুলি লোডেড (স্পেসিফিকেশন ও ওজনের দিক থেকে) অথবা একেবারে লাইট (ওজন ও ফিচারের দিক থেকে) হয়। যদি আমরা এই শব্দ দু’টি (পড়ুন লোডেড ও লাইট ) থেকে সেরা কিছু পাই, তাহলে কি দুর্দান্তই না লাগবে? ট্রুলি “লোডেড + সুপার থিন এবং লাইট”। টুইটের মাধ্যমে তিনি ঠিক কোন দিকে ইঙ্গিত করছেন, তা অবশ্য টেকমহলের বুঝতে অসুবিধা হয়নি। সেদিনই নিশ্চিত হয়ে যায় যে হালকা ও পাতলা, কিন্তু ফিচারে ঠাসা Mi 11 Lite (এমআই ১১ লাইট) স্মার্টফোনটির ভারতে লঞ্চ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।

তারপরে Xiaomi সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতে Mi 11 Lite আগমনের তারিখ ঘোষণা করে। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে শাওমি জানায়, তারা ২২ জুন ভারতে Mi 11 Lite লঞ্চ করছে। শাওমি ইতিমধ্যেই “লাইট ও লোডেড ” এবং “২০২১ সালের সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন” স্লোগান ব্যবহার করে ফোনটির বিজ্ঞাপনী প্রচার শুরু করেছে। একই স্লোগান সহ Mi 11 Lite ফোনটিকে এবার ফ্লিপকার্টে (Flipkart)- টিজ করা হল। ফলে স্মার্টফোনটি যে ফ্লিপকার্টে উপলব্ধ হবে সেটি এখন নিশ্চিত।

Mi 11 Lite-এর জন্য ফ্লিপকার্টে যে মাইক্রোসাইট তৈরি হয়েছে সেখানে কিন্তু স্মার্টফোনটির স্পেসিফিকেশনের কোনও বর্ণনা দেওয়া হয়নি। Mi 11 Lite ডিভাইসটি ৬.৭ মিমি সরু এবং ওজন ১৫৭ গ্রাম। তথ্য বলতে শুধু এইটুকুই উল্লেখ রয়েছে। তবে ফিচার কেমন হতে পারে, তা নিয়ে শাওমির বার্তা, Mi 11 Lite চমৎকার ডিসপ্লে, প্রো-গ্রেড ক্যামেরা, এবং ফুল-ডে ব্যাটারি লাইফ অফার করবে। তাও আবার সবচেয়ে স্লিম ও লাইট ফর্ম ফ্যাক্টরে।

Mi 11 Lite 4G : দাম (সম্ভাব্য)

ঘটনাচক্রে, ভারতের বাইরে Mi 11 Lite দু’টি ভ্যারিয়েন্টে উপলব্ধ-  4G ও 5G। রিপোর্ট অনুসারে, Xiaomi Mi 11 Lite এদেশে শুধুমাত্র 4G এডিশনে উপলব্ধ হবে। রিপোর্টে এও বলা হয়েছিল, Mi 11 Lite 4G স্মার্টফোনটির দাম ২৫,০০০ টাকার মধ্যে হবে৷ উল্লেখ্য, প্রাইস পয়েন্টে (৩০,০০০) Mi 11X 5G-এর সাথে সরাসরি প্রতিযোগিতা চলতে পারে বলে অনুমান করেই Xiaomi সম্ভবত Mi 11 Lite-এর 5G ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করা থেকে বিরত থাকছে।

Mi 11 Lite 4G এর স্পেসিফিকেশন

এমআই ১১ লাইট ৪জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ওপর আছে কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসরে ফোনটি পরিচালিত হয়। সাথে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এমআই ১১ লাইট ৪জি ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসেছে। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও বাকি দুটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,২৫০ এমএএইচ ব্যাটারি আছে। এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

20 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

27 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

36 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

47 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago