সুখবর, Mi 11 Ultra ও Mi 11 ফোনের জন্য এল MIUI 12.5 আপডেট

ভারতে আসার আগেই Mi 11 Ultra ফোনে এল অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২.৫ ( Android 11 Based MIUI 12.5) আপডেট। প্রসঙ্গত আগামী ২৩ এপ্রিল এই ফোনটি ভারতে লঞ্চ হবে। এমআই ১১ আলট্রা ছাড়াও, চীনে Mi 11 ফোনের জন্যও এই আপডেট রোল আউট করা হয়েছে। মনে রাখবেন এটা কোনো বিটা আপডেট নয়, অর্থাৎ Mi 11 Ultra ও Mi 11 ফোন দুটি এমআইইউআই ১২.৫ স্টেবল বিটা ভার্সনের আপডেট পাচ্ছে।

এমআই ১১ আলট্রা-র জন্য আসা এই আপডেটের বিল্ড নম্বর V12.5.1.0.RJJCNXM। যদিও এর সাইজ জানা যায়নি। প্রথমে স্বল্প সংখ্যক ইউজার এই আপডেট পাবে। এই আপডেটের পর ফোনে নতুন ইউআই, সিস্টেম অ্যানিমেশন, ডায়নামিক ওয়াল পেপার সেট, স্মার্টফোনকে কম্পিউটারের সাথে যুক্ত করার মত একাধিক নতুন ফিচার যুক্ত হবে। জানিয়ে রাখি ফোনটি এমআইইউআই ১২ সহ লঞ্চ হয়েছিল।

এদিকে Mi 11 ফোনটি V12.5.1.0.RKBCNXM ফার্মওয়্যার ভার্সন সহ এই আপডেট পেতে শুরু করেছে। এর সাথে মার্চ মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও দেওয়া হচ্ছে। ফলে নতুন ফিচার যুক্ত হওয়ায় পাশাপাশি ফোনের সিস্টেমও শক্তিশালী হবে। এই ফোনটি গত ডিসেম্বরে এমআইইউআই ১২ ও স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর সহ বাজারে এসেছিল।

জানিয়ে রাখি Mi 10T ফোনটির জন্যও এমআইইউআই ১২.৫ বিটা টেস্টিং শুরু হয়েছে। এছাড়াও Mi, Redmi, Poco-র একাধিক ডিভাইসে কয়েকমাসের মধ্যেই এই আপডেট আসবে। এখানে ক্লিক করে কোন কোন ফোনে এই আপডেট আসবে জেনে নিতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন