স্মার্টফোনের সাথে ল্যাপটপও চার্জ হবে, Mi HyperSonic Power Bank ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল

Xiaomi তাদের ‘সবচেয়ে শক্তিশালী’ ও ‘ফিচারে সমৃদ্ধ’ পাওয়ার ব্যাঙ্ক, Mi HyperSonic ভারতে লঞ্চ করলো। এই নয়া পাওয়ার ব্যাঙ্কে ৫০ ওয়াট ফাস্ট-চার্জিং এবং ট্রিপল-পোর্ট কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। ২০,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসা এই Mi HyperSonic power bank স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপকেও ‘হাইপার ফাস্ট’ গতিতে চার্জ করতে পারে বলে কোম্পানি দাবি করেছে।

Mi HyperSonic power bank এর দাম ও লভ্যতা

এমআই হাইপারসনিক প্রিমিয়াম পাওয়ার ব্যাঙ্কের ভারতে দাম রাখা হয়েছে ৩,৪৯৯ টাকা এবং এটিকে আজ থেকে এমআই ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট Mi.com থেকে পাওয়া যাবে।

Mi HyperSonic power bank এর স্পেসিফিকেশন

এমআই হাইপারসনিক পাওয়ার ব্যাঙ্কে তিনটি চার্জিং পোর্ট রয়েছে। যার মধ্যে, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট। এই পোর্টের মাধ্যমে ল্যাপটপ এবং স্মার্টফোন উভয় ডিভাইসকেই চার্জ করা সম্ভব। এমআই হাইপারসনিক পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি ক্যাপাসিটি ২০,০০০ এমএএইচ। এতে ৫০ ওয়াট ফাস্ট-চার্জিং বা এমআই -এর ভাষায় ‘হাইপার ফাস্ট’ ৫০ ওয়াট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

শাওমি দাবি করেছে, Mi HyperSonic power bank স্মার্টফোনের ক্ষেত্রে ৫০ ওয়াট এবং ল্যাপটপের ক্ষেত্রে ৪৫ ওয়াট (পাওয়ার ডেলিভারি : ৩.০) দ্রুত চার্জিং সরবরাহ করবে। ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসা একটি স্মার্টফোনকে ফুল চার্জ করতে ১ ঘন্টা ৫ মিনিট সময় নেবে এই পাওয়ার ব্যাঙ্কটি। আর নিজে ফুল চার্জ হতে এর সময় লাগে পুরো ৩ ঘন্টা ৫০ মিনিট।

তদুপরি, ফাস্ট চার্জিং ফিচার ব্যতীত, এমআই-এর এই প্রিমিয়াম পাওয়ার ব্যাঙ্কে ‘লো পাওয়ার চার্জিং’ বলে একটি মোড সামিল থাকছে। যা ব্লুটুথ হেডসেট, ফিটনেস ব্যান্ড, স্মার্টওয়াচের মতো লো-পাওয়ার আউটপুট যুক্ত গ্যাজেটকে চার্জ করার করার সময় ব্যবহার করতে হবে। এই লো-পাওয়ার চার্জিং মোডকে অন করতে ডিভাইসের পাওয়ার বাটনে ডাবল ট্যাপ করতে হবে ইউজারদের।

Mi HyperSonic power bank প্রিমিয়াম ম্যাট ব্ল্যাক ডিজাইনের সাথে লঞ্চ হয়েছে। যা ডিভাইসটিকে এলিগেন্ট লুক প্রদান করেছে। আর স্ট্রাকচারের দিক থেকে এর বডিতে হাই-কোয়ালিটির PC + ABS মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। ফলে এটি ওজনে হালকা হওয়ার পাশাপাশি যথেষ্ট মজবুত হবে।

Mi HyperSonic power bank ইউজারদের শুধুমাত্র ফাস্ট চার্জিং নয়, সাথে পূর্ণাঙ্গ নিরাপত্তাও দেবে। ডিভাইসে থাকা লিথিয়াম-পলিমার ব্যাটারি ১৬টি স্তর যুক্ত চিপ প্রটেকশন সহ এসেছে। আর এটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে, শর্ট সার্কিট, হাই টেম্পারেচার, ইনপুট ওভার-ভোল্টেজ, ব্যাটারি ওভার-কারেন্ট এবং ওভার-ডিসচার্জ জাতীয় সমস্যা দেখা দিলে পাওয়ার ব্যাঙ্কটি নিজেই আত্মরক্ষা করতে পারবে।

৫ দিনে ২,৫০০টি পাওয়ার ব্যাক সেল করার টার্গেট Xiaomi-এর

১৫ দিনের মধ্যে ২,৫০০টি ইউনিট বিক্রি করার লক্ষ্য নিয়ে, এমআই হাইপারসনিক পাওয়ার ব্যাঙ্ককে এখন ক্রাউডফান্ড ক্যাম্পেইনের অধীনে এমআই ইন্ডিয়ার ওয়েবসাইটে উপলব্ধ করা হয়েছে। শাওমি জানিয়েছে, তাদের এই লক্ষ্য পূরণ হয়ে গেলেই আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে হাইপারসনিক পাওয়ার ব্যাঙ্কের শিপিং শুরু করে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন