MIUI 13 নয়, Mi Mix 4 আসছে MIUI 12.5 কাস্টম রম সহ

Mi Mix লাইনআপের অধীনে নতুন ফ্ল্যাগশিপ ফোনের উপর কাজ করছে শাওমি (Xiaomi)। এটি Mi Mix 4 নামে আসতে চলেছে বলে খবর। হাই-এন্ড স্পেসিফিকেশযুক্ত আসন্ন এই স্মার্টফোনে শাওমির নতুন প্রজন্মের কাস্টম রম অর্থাৎ MIUI 13 প্রি-ইন্সটল থাকবে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে কোম্পানির পক্ষ থেকে সে সব দাবি নস্যাৎ করা হয়েছে।

Mi Mix 4 আসছে MIUI 12.5 কাস্টম রম সহ

শাওমির পাবলিক রিলেশন বা পিআর বিভাগের এক কর্তা বলেছেন, ডেভেলপাররা এখনও MIUI-এর লেটেস্ট ভার্সনকে (MIUI 13) ফাইন টিউনিং বা পলিশিংয়ের কাজ করছে। অর্থাৎ, নতুন ভার্সন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে কিছুটা সময় নেবে।

ফলে এখন বিষয়টি পুরোপুরি পরিস্কার যে, আপকামিং Mi Mix 4 স্মার্টফোনটি MIUI 12.5-এর এগজিস্টিং কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে। তবে MIUI 13 রিলিজ হলেই Mi Mix 4 ব্যবহারকারীরা দ্রুত আপডেট পেয়ে যাবেন।

Mi Mix 4 এর স্পেসিফিকেশন

শাওমির প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ফোন হবে এমআই মিক্স ৪, জল্পনা এমনই। এতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড ওলেড ডিসপ্লে দেওয়া হবে। শাওমির এই ওলেড স্ক্রিনের মধ্যেই থাকবে অদৃশ্য সেলফি ক্যামেরা। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর বা এর থেকেও শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর সহযোগে এমআই মিক্স ৪ আসতে পারে। ফোনটির পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা রূপে ব্যবহার করা হবে স্যামসাংয়ের GN1 সেন্সর। ফোনটিতে ১২০ ওয়াট র‌্যাপিড চার্জিং এবং ৭০ ওয়াট বা ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন