সুখবর, Mi Mix 4 ও Mi Pad 5 সিরিজ চীনের পর গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে, দেখা গেল Google Play Console-এ

তিনদিন আগে চীনে একটি মেগা লঞ্চ ইভেন্ট হোস্ট করেছিল শাওমি (Xiaomi)। সেই ইভেন্টে আত্মপ্রকাশ করেছে Mi Pad 5 ট্যাবলেট সিরিজ এবং শাওমির প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরার (সেলফি ক্যামেরা স্ক্রিনের ভিতরে অবস্থিত, বাইরে থেকে দৃশ্যমান নয়) ফ্ল্যাগশিপ ফোন Mi Mix 4। লঞ্চ হওয়ার পর, Mi Pad 5 সিরিজ ও Mi Mix 4 এখন টেকমহলের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। গ্লোবাল মার্কেটে ডিভাইসগুলি পা রাখবে কি না, তা নিয়ে চলছে জল্পনা। তবে Mi Pad 5 সিরিজ ও Mi Mix 4 বিশ্ববাজারে লঞ্চ হবে বলেই মনে করা হচ্ছে। কারণ, গুগল প্লে কনসোলে (Google Play Console) এবং গুগল প্লে সাপোর্টেড ডিভাইসের (Google Play Supported Device) তালিকায় Mi Pad 5 সিরিজের ট্যাবের পাশাপাশি Mi Mix 4 ফোন স্পট করা হয়েছে। শাওমি যে এগুলি গ্লোবাল মার্কেটে রিলিজ করবে বলে ভাবছে, তা লিস্টিংগুলি থেকে অনুমান করা যায়।

উল্লেখ্য, চীনে গুগলের উপর নিষেধাজ্ঞা থাকার ফলে Mi Mix 4 ও Mi Pad 5 গুগল মোবাইল সার্ভিসেস (জিএমএস) ছাড়াই সে দেশে লঞ্চ হয়েছে। ঘরেলু মার্কেটে লঞ্চ করার জন্য চীনের স্মার্টফোন প্রতিষ্ঠানগুলির গুগল প্লে কনসোলের সার্টিফিকেশনের প্রয়োজন পড়ে না। কিন্তু  চীনের বাইরে লঞ্চ করতে গেলে ওই শংসাপত্র পাওয়া জরুরি হয়ে পড়ে।

Xiaomi Mi Mix 4 স্পেসিফিকেশন

Xiaomi Mi Mix 4

Xiaomi Mi Mix 4 স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি + ৮ মেগাপিক্সেল (পেরিস্কোপ টেলিফটো) + ১৩ মেগাপিক্সেল (আল্ট্রা ওয়াইড ফ্রি-ফর্ম) ট্রিপল রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা-সহ এসেছে। এছাড়া ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। 

Mi Pad 5 সিরিজ স্পেসিফিকেশন

Mi Pad 5 ও Mi Pad Pro ট্যাবলেটে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ১১ ইঞ্চি এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। Mi Pad 5 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর সহ এসেছে। অপরদিকে, Mi Pad 5 Pro ও এর 5G ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর।

Mi Pad 5

পাওয়ার ব্যাকআপের জন্য Mi Pad 5 ট্যাবে পাওয়া যাবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,৭২০ এমএএইচ ব্যাটারি। আবার Mi Pad 5 Pro এসেছে ৮,৬০০ এমএএইচ ব্যাটারি সহ, যার সাথে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন