Mi Smarter Living 2022: শীঘ্রই ভারতে আসছে Mi Mix 4, Mi Band 6, Mi Pad 5? জোর জল্পনা

দিন দুয়েক আগেই দেশীয় বাজারে অনুষ্ঠিত একটি বিশেষ ইভেন্টে ইন-ডিসপ্লে ক্যামেরা যুক্ত ফ্ল্যাগশিপ ফোন, নতুন ট্যাবলেট এবং প্রিমিয়াম টিভিসহ একগুচ্ছ প্রোডাক্ট লঞ্চ করে হইচই ফেলেছে চীনা টেক জায়ান্ট Xiaomi (শাওমি)। তবে এবার তারা, নিজেদের অন্যতম বড় বাজার ভারতকে পাখির চোখ করছে বলে মনে হচ্ছে! আসলে সম্প্রতি শাওমি ইন্ডিয়ার এমডি মনু কুমার জৈন
‘Mi Smarter Living 2022’ (এমআই স্মার্টার লিভিং ২০২২) নামক ইভেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। যারা জানেন না তাদের বলে রাখি, ‘স্মার্টার লিভিং’ ইভেন্ট হল সংস্থার একটি বার্ষিক শাওমি ইভেন্ট যা ২০১৮ সাল থেকে আয়োজিত হচ্ছে। এটি ভারতে সংস্থার সবচেয়ে বড় বার্ষিক হার্ডওয়্যার শোকেস ইভেন্টও বটে। সেক্ষেত্রে এই মুহূর্তে, আসন্ন ইভেন্টটির দিনক্ষণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি; তবে অনুমান এমআই স্মার্টার লিভিং ২০২২ ইভেন্ট আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।

Mi Smarter Living 2022 ইভেন্টে কী কী লঞ্চ হতে পারে

চলতি বছরের এই হার্ডওয়্যার ইভেন্টে, শাওমি, ভারতে ঠিক কী কী পণ্য নিয়ে আসবে – সে বিষয়ে প্রচুর জল্পনা রয়েছে। আসলে বিগত কয়েকদিনে সংস্থাটি বিশ্বব্যাপী বেশ কয়েকটি আকর্ষণীয় পণ্য চালু করেছে, যার মধ্যে অন্যতম হল Mi Mix 4 নামক সদ্য লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ ফোন এবং নতুন Mi Pad 5 ট্যাবলেট। তাছাড়া সংস্থাটি Mi OLED টিভি সিরিজ এবং নতুন প্রজন্মের Mi Band 6 স্মার্ট ফিটনেস ট্র্যাকারের ওপর থেকেও পর্দা সরিয়েছে। তাই এই সমস্ত ডিভাইসই স্মার্ট লিভিং ২০২২ অনুষ্ঠানের অংশ হিসেবে এদেশে পা রাখতে পারে।

সেক্ষেত্রে এই চর্চা সত্যি হলে Mi Mix 4 ফোনটি ইভেন্টের মূল ফোকাস হতে পারে। কারণ এই স্মার্টফোনটি বাণিজ্যিকভাবে কোম্পানির সর্বপ্রথম আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরাসহ এসেছে এবং এতে ফ্ল্যাগশিপ গ্রেডের একাধিক ফিচার রয়েছে। তবে ব্র্যান্ডের Mi Notebook সিরিজের প্রতিও অনেকের নজর রয়েছে, যার নতুন ‘প্রো’ ভ্যারিয়েন্টে 3.5K রেজোলিউশন ডিসপ্লে, ১১তম জেনারেশনের ইন্টেল প্রসেসর এবং এন্ট্রি লেভেল Nvidia RTX 3050 Ti জিপিইউ রয়েছে। আবার বাজারের বাজেট ফিটনেস ট্র্যাকারের ক্রমবর্ধমান চাহিদা খেয়াল করে শাওমি তার নতুন এমআই ব্যান্ড ৬ চালু করলেও অবাক হওয়ার কিছু নেই!

অনুমান করা যায়, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই Mi Smarter Living 2022 ইভেন্টের টিজার বা বিস্তারিত প্রকাশিত হবে। তবে আপাতত আগ্রহীদের দিন গুনে বা অপেক্ষা করেই কাটাতে হবে…

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন