Micromax In 1 : ১৯ মার্চ লঞ্চ হচ্ছে ‘ভারতের নতুন ব্লগবাস্টার’

গতবছর একসাথে দুটি বাজেট ফোন লঞ্চ করে ভারতীয় মার্কেটে প্রত্যাবর্তন করেছিল Micromax। একসময়ের জনপ্রিয় কোম্পানিটি বাজেট রেঞ্জে ও এন্ট্রি লেভেল রেঞ্জে যথাক্রমে Micromax In Note 1 এবং In 1b ফোন দুটি লঞ্চ করেছিল। এবার কোম্পানিটি Micromax In 1 নামে আরেকটি ফোন আনছে। আগামী ১৯ মার্চ এই ফোনটি লঞ্চ হবে। আজ থেকেই মাইক্রোম্যাক্স এই ফোনের লঞ্চ ইভেন্টে অংশগ্রহণ করার জন্য মিডিয়া কে ইনভাইট করতে শুরু করেছে।

Micromax In 1 ভারতে লঞ্চ হবে ১৯ মার্চ

Micromax এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, আগামী ১৯ মার্চ দুপুর ১২ টায় ভারতে লঞ্চ হবে মাইক্রোম্যাক্স ইন ১। একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের মাধ্যমে ফোনটিকে বাজারে আনা হবে। যদিও এই ফোনের স্পেসিফিকেশনের ব্যাপারে কোম্পানির তরফে কিছু জানানো হয়নি। কেবল আমরা অনুমান করতে পারি ফোনটি 4G কানেক্টিভিটির সাথে আসবে। মাইক্রোম্যাক্স এই ফোনকে ‘ইন্ডিয়া কে নায়া ব্লগবাস্টার’ ট্যাগলাইনের সাথে প্রোমোট করতে শুরু করেছে।

Micromax In Note 1 ও In 1b এর দাম ও স্পেসিফিকেশন

গতবছর লঞ্চ হওয়া মাইক্রোম্যাক্স ইন নোট ১ এর দাম শুরু হয়েছিল ১০,৯৯৯ টাকা থেকে। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের। আবার এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। এই ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০) আইপিএস ইনফিনিটি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

এদিকে মাইক্রোম্যাক্স ইন ১বি ফোনটি ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ- ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬,৯৯৯ টাকা ও ৭,৯৯৯ টাকা। এই ফোনটি ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, ৫০০০ এমএএইচের ব্যাটারি, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন