Micromax IN 2B বড় ডিসপ্লে ও লম্বা ব্যাটারি লাইফের সাথে আসছে, স্পেসিফিকেশন ফাঁস হল

আগামী ৩০ জুলাই নতুন বাজেট স্মার্টফোন নিয়ে ভারতীয় বাজারে হাজির হচ্ছে Micromax। ভারতীয় সংস্থাটি ইতিমধ্যেই ঘোষণা করেছে, সে দিন লঞ্চ হতে চলা তাদের স্মার্টফোনের ইউএসপি লম্বা ব্যাটারি লাইফ এবং স্মুদ পারফরম্যান্স। এছাড়া ডিভাইসটির অফিসিয়াল মার্কেটিং নাম বা স্পেসিফিকেশন নিয়ে মন্তব্য করতে নারাজ তারা। তবে জুলাইয়ের শেষ দিনে লঞ্চ হতে চলা স্মার্টফোনের নাম Micromax IN 2B হবে বলেই টেকমহল মনে করছে।

এর আগে গিকবেঞ্চে Micromax IN 2B স্পট করা হয়েছিল। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটি থেকে ফোনটির ব্যাপারে অল্পবিস্তর তথ্য উঠে আসে। এবার টিপস্টার যোগেশের সঙ্গে জোট বেঁধে প্রাইসবাবা ডিভাইসটির স্পেসিফিকেশন লিক করেছে। যোগেশের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ জুলাই IN 2B নামে Micromaxএকটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Micromax IN 1B-এর সাক্সেসর হিসেবে এটি আসবে এবং এতে এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন থাকবে। একনজরে দেখে নেওয়া যাক সেগুলি।

Micromax IN 2B স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুসারে মাইক্রোম্যাক্স ইন ২বি ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে আসবে। এতে এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট থাকবে। ফোনের অভ্যন্তরে ইউনিসক টি৬১০ প্রসেসর দেওয়া হবে। সেইসঙ্গে এটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে আসবে।

মাইক্রোম্যাক্স ইন ২বি স্মার্টফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে – ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফি তোলার জন্য ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্টি ফেসিং ক্যামেরা থাকবে।

মাইক্রোম্যাক্স ইন ২বি অ্যান্ড্রয়েড ১১ সফটওয়্যারে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

অর্থাৎ, মাইক্রোম্যাক্স ইন ১বি-এর মতো মাইক্রোম্যাক্স ইন ২বি একই স্পেসিফিকেশনের সাথে আসছে। অদলবদল বলতে ইউনিসক টি৬১০ প্রসেসরের অর্ন্তভুক্তি। মাইক্রোম্যাক্স ইন ১বি হেলিও জি৩৫ প্রসেসর-সহ লঞ্চ হয়েছিল। সেখানে এর চেয়ে ডাউনগ্রেড প্রসেসরের সাথে আসছে মাইক্রোম্যাক্স ইন ২বি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

তিনবার ভাঁজ হবে ফোন! ট্রিপল ফোল্ড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে Xiaomi

একাধিক শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার জন্য কাজ করছে। TCL এবং Huawei এর…

24 mins ago

Shikhar Dhawan: আইপিএল থেকেও অবসর নিয়ে এবার এই লিগে খেলবেন ধাওয়ান, টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বরে

গত শনিবার ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার…

1 hour ago

পুজোর আগে 22,000 টাকা ডিসকাউন্ট এই বৈদ্যুতিক স্কুটারে, এক চার্জে 110 কিমি রেঞ্জ

DION Electric Vehicles ভারতীয় ক্রেতাদের জন্য দু'টি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল। সংস্থাটির তরফে…

2 hours ago

বাজারে সুপারহিট Bajaj কোম্পানির CNG বাইক, প্রথম মাসে কটা বিক্রি হল জানেন?

Bajaj Auto গত মাসে বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করেছে, যার নাম Freedom 125 ।…

2 hours ago

Realme Note 60: নোট সিরিজে নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি, অল্প দামে দুর্দান্ত ফিচার্স

Realme Note 60 ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই ইন্দোনেশিয়ার বাজারে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে, যা এর…

2 hours ago

হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে সাংবাদিককে জরিমানা করল পুলিশ

হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে জরিমানার সম্মুখীন হলেন পেশায় সাংবাদিক এক ব্যক্তি। শুনলে অবাক…

3 hours ago