Micromax In 2C আগামীকাল ৫০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হচ্ছে, দেখে নিন সমস্ত ফিচার

দেশীয় টেক ব্র্যান্ড Micromax আজ তাদের আপকামিং স্মার্টফোন Micromax In 2c এর লঞ্চ তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো। বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংস্থাটি জানিয়েছে যে, আগামীকাল অর্থাৎ ২৬শে এপ্রিল তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটের উপর থেকে পর্দা সরানো হবে। প্রসঙ্গত, আপকামিং ফোনটি গত বছরে আত্মপ্রকাশ করা Micromax In 2b এর উত্তরসূরি হিসেবে আসবে বলে জানা গেছে। একই সাথে, ডিভাইসটি একক চার্জে ৫০ ঘন্টার টকটাইম বা ১৬ ঘন্টার ভিডিও স্ট্রিমিং টাইম অফার করবে বলেও টিজ করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক লিক অনুসারে, এতে একটি ওয়াটারড্রপ স্টাইল ডিসপ্লে নচ এবং ডুয়েল রিয়ার ক্যামেরাও থাকবে বলে মনে হচ্ছে

Micromax In 2c কখন লঞ্চ হবে

মাইক্রোম্যাক্স মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছে, ২৬শে এপ্রিল মাইক্রোম্যাক্স ইন ২সি স্মার্টফোনটি এদেশে লঞ্চ করা হবে। এই উপলক্ষে আগামীকাল মাইক্রোম্যাক্সের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে দুপুর ১২টায় একটি শর্ট ভিডিও পোস্ট করা হবে।

প্রসঙ্গত, ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) লঞ্চের আগেই আসন্ন ফোনটির জন্য একটি ডেডিকেটেড ওয়েবপেজ লাইভ করে দিয়েছে। যেখানে মাইক্রোম্যাক্স ইন ২সি ফোনের কিছু কী-ফিচার টিজ করা হয়েছে। যার দৌলতে ডিভাইসটির একাধিক ফিচার সহ কালার অপশনের সম্পর্কেও জানা গেছে।

Micromax In 2c এর দাম (সম্ভাব্য)

ভারতে মাইক্রোম্যাক্স ইন ২সি স্মার্টফোনের দাম, বিদ্যমান ইন ২বি মডেলের ন্যায় হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে, পূর্বসূরিটিকে গত বছরের জুলাই মাসে ৭,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছিল। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম+৬৪ জিবি স্টোরেজ অপশনের। আর ৬ জিবি র‌্যাম+৬৪ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৮,৯৯৯ টাকা।

তদুপরি, ফ্লিপকার্টের মাইক্রোসাইট অনুসারে, মাইক্রোম্যাক্স ইন ২সি স্মার্টফোনটি ব্রাউন এবং সিলভার কালার ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করবে।

Micromax In 2c এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ফ্লিপকার্টে উপলব্ধ টিজার পোস্ট অনুসারে, মাইক্রোম্যাক্স ইন ২সি ফোনে একটি ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে প্যানেল থাকবে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৪২০ নিট পিক ব্রাইটনেস অফার করবে৷ এই ডিসপ্লের ডিজাইন হবে ওয়াটারড্রপ-নচ স্টাইল। আর পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর ইউনিসক টি৬১০ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে এবং ফটোগ্রাফির জন্য থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা। জানিয়ে রাখি, উল্লেখিত যাবতীয় ফিচারগুলি পূর্বসূরি মাইক্রোম্যাক্স ইন ২বি ফোনের অনুরূপ।

তদুপরি, জনপ্রিয় টিপস্টার সুধাংশু আম্ভোরে গত সপ্তাহে আসন্ন মাইক্রোম্যাক্স ইন ২সি ফোনের স্পেসিফিকেশন ফাঁস করেছিলেন। তার দাবি, উক্ত ফোনটি একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে সহ আসবে। এই ফোনে ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ভিজিএ (VGA) সেকেন্ডারি সেন্সর সহ একটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে৷ আর সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে বলেও জানিয়েছিলেন টিপস্টার।

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আপকামিং Micromax In 2c স্মার্টফোনে ৪ জিবি/৬ জিবি LPDDR4X র‌্যাম ও ৬৪ জিবি eMMC 5.1 স্টোরেজ দেওয়া হবে। আবার অভ্যন্তরীণ স্টোরেজ সম্প্রসারিত করার জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট অন্তর্ভুক্ত করা হবে। মাইক্রোম্যাক্সের এই ফোনে কানেক্টিভিটির জন্য, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক সহ একাধিক বিকল্প উপলব্ধ থাকবে। আর সেন্সর অপশনের ক্ষেত্রে Micromax In 2c -তে অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট এবং প্রক্সিমিটি সেন্সর সামিল করা হবে বলে গুজব শোনা গেছে।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago