Micromax In Note 1 Pro পুরানো অপারেটিং সিস্টেম সহ চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে আসছে, দেখা গেল Geekbench-এ

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড, Micromax একের পর এক In সিরিজের ফোন নিয়ে হাজির হচ্ছে। গতমাসে এই সিরিজের অধীনে বাজেট রেঞ্জে এসেছিল Micromax In 2b ফোনটি। তবে শীঘ্রই In সিরিজের নতুন ফোন হিসেবে আরও একটি ডিভাইস লঞ্চ হতে চলেছে, যার নাম Micromax In Note 1 Pro। কয়েকদিন আগেই এই ফোনকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench-এ দেখা গেছে। এখান থেকে Micromax In Note 1 Pro এর প্রসেসর সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে।

Micromax In Note 1 Pro এর Geekbench লিস্টিং

মাইক্রোম্যাক্স ইন নোট ১ প্রো ফোনটি গত বছর নভেম্বরে লঞ্চ হওয়া ইন নোট ১ এর উত্তরসূরী হিসেবে আসবে। গিকবেঞ্চ থেকে জানা গেছে এই ফোনের মডেল নম্বর E7748_64। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৯০ প্রসেসর। উল্লেখ্য, ইন নোট ১ ফোনে হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছিল।

এছাড়া গিকবেঞ্চে মাইক্রোম্যাক্স ইন নোট ১ প্রো কে ৪ জিবি র‌্যাম সহ খুঁজে পাওয়া গেছে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলেই আমাদের বিশ্বাস। তবে হতাশ করার মতো বিষয় হল ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গেছে। যেখানে আর কয়েকদিন পরে অ্যান্ড্রয়েড ১২ এর স্টেবেল ভার্সন লঞ্চ হবে, সেখানে ২০১৯ সালের অপারেটিং সিস্টেম ব্যবহার করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থাকবে।

বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে Micromax In Note 1 Pro ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৫১৯ ও ১৬৭৩ স্কোর করেছে। এছাড়া ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি। তবে আশা করা যায় শীঘ্রই, Micromax In Note 1 Pro কে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে এর স্পেসিফিকেশন প্রকাশ্যে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন