প্রায় ৫.১৪ লক্ষ কোটি টাকা দিয়ে Candy Crush, Call of Duty গেম নির্মাতা কে কিনতে চলেছে Microsoft

মাইক্রোসফ্ট (Microsoft) ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি করতে চলেছে। উইন্ডোজ নির্মাতাটি ঘোষণা করেছে যে, তারা ভিডিও গেম নির্মাতা অ্যাক্টিভেশন ব্লিজার্ড (Activision Blizzard) কে ৬৮.৭ বিলিয়ন ডলারে…

মাইক্রোসফ্ট (Microsoft) ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি করতে চলেছে। উইন্ডোজ নির্মাতাটি ঘোষণা করেছে যে, তারা ভিডিও গেম নির্মাতা অ্যাক্টিভেশন ব্লিজার্ড (Activision Blizzard) কে ৬৮.৭ বিলিয়ন ডলারে (প্রায় ৫.১৪ লক্ষ কোটি টাকা) কিনবে। গত ৪৬ বছরে এটি মাইক্রোসফটের সবচেয়ে বড় ডিল। এই চুক্তির জন্য মাইক্রোসফ্ট শেয়ার প্রতি ৯৫ ডলার প্রদান করবে। মনে করা হচ্ছে যে মাইক্রোসফট মেটাভার্সের (Metaverse) জগতে নিজেকে শক্তিশালী করার জন্য এই পদক্ষেপ নিয়েছে।

সংস্থার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আমেরিকান গেমিং জায়ান্ট অ্যাক্টিভেশন ব্লিজার্ড, ক্যান্ডি ক্রাশের (Candy Crush) পাশাপাশি কল অফ ডিউটির (Call of Duty) মতো গেম তৈরির জন্য পরিচিত। তবে, সংস্থাটির বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হয়রানির মতো অভিযোগ এনেছে। মাইক্রোসফ্ট জানিয়েছে, অ্যাক্টিভেশনের সিইও, ববি কোটিক সেই ভূমিকায় কাজ চালিয়ে যাবেন।

Microsoft বড় লাভ আশা করছে

অ্যাক্টিভেশন ব্লিজার্ড এর সাথে চুক্তির ফলে মাইক্রোসফ্ট প্রায় ৪০০ মিলিয়ন মাসিক গেমিং ইউজার পাবে। পাশাপাশি তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গেমিং প্ল্যাটফর্মটিও দখল করে নেবে। ফলে মাইক্রোসফ্টের গেমিং ব্যবসা বৃদ্ধি পাবে। এর মধ্যে মোবাইল, পিসি, কনসোল এবং ক্লাউড ভিত্তিক গেম অন্তর্ভুক্ত থাকবে।

মাইক্রোসফ্ট ও অ্যাক্টিভেশন মিলে এবার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রোগ্রামিং ক্ষেত্রে উদ্ভাবন করবে বলে আশা করা হচ্ছে। চুক্তির পরে মাইক্রোসফট, এক্সবক্স কনসোলের (Xbox Consoles) ব্যবসা দ্রুত প্রসারিত করার আশা করছে। এবং প্রতিদ্বন্দ্বী সনি কর্পোরেশনের প্লেস্টেশন (PlayStation) কে জোর টক্কর দিতে পারবে বলে মনে করা হচ্ছে।