অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডের চোটে অচল Microsoft-এর ‘হুজুগে’ AI টুল

3D Social Media DP: বিগত চার-পাঁচদিন ধরে WhatsApp থেকে শুরু করে Facebook, Instagram – সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেই পুতুলের মতো 3D প্রোফাইল পিকচার ব্যবহার করার…

3D Social Media DP: বিগত চার-পাঁচদিন ধরে WhatsApp থেকে শুরু করে Facebook, Instagram – সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেই পুতুলের মতো 3D প্রোফাইল পিকচার ব্যবহার করার ট্রেন্ড দেখা যাচ্ছে। তরুণ প্রজন্মের একাংশই নির্দিষ্ট প্ল্যাটফর্মের ব্যাকগ্রাউন্ড-নাম এবং নিজের নামসহ প্রতিকৃতি ব্যবহার করছেন। আর এই হুজুগ শুরু করেছে Microsoft, সংস্থার AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্ভিস Bing-এর ইমেজ ক্রিয়েটর ফিচারকে কাজে লাগিয়ে সবাই ইচ্ছেমতো বিভিন্ন ত্রিমাত্রিক ছবি-প্রতিকৃতি বানিয়ে নিচ্ছেন। কিন্তু এত বেশি সংখ্যক মানুষ সম্প্রতি এটি ব্যবহার করছেন যে, এবার অচলাবস্থার ঠেলা সামলাতে হচ্ছে Microsoft-কে। আজ সন্ধে থেকে সাময়িকভাবে অচল হয়েছে Bing-এর ইমেজ ক্রিয়েটর, আমাদের টেকগাপের কিছু মেম্বারও বিষয়টি লক্ষ্য করেছেন।

বেশি ব্যবহারের কারণে আর কাজ করছেনা Bing-এর AI টুল

আজ সন্ধ্যাবেলা থেকে বিং-এর ইমেজ ক্রিয়েটর ওয়েবসাইটটি আর কাজ করছেনা। এখানে ইচ্ছামতো ছবি তৈরির বিকল্প তো মিলছেই না, বদলে ওয়েবসাইটে “উই ক্যান’নট ক্রিয়েট নাও” (We can’t create now) বার্তা প্রদর্শিত হচ্ছে। অত্যধিক ছবি তৈরির রিকোয়েস্ট সেখানে জমা পড়ায় মানে প্রচুর মানুষ একসাথে এটি ব্যবহার করার কারণেই যে এমনটা হয়েছে, তাও স্পষ্ট বলেছে সংস্থাটি। সব মিলিয়ে মানুষ যে কতটা হুজুগে এবং ট্রেন্ডে গা ভাসাতে ভালোবাসে, তা আরও একবার স্পষ্ট হয়েছে।

Microsoft Bing Ai Tool

কীভাবে Microsoft Bing দিয়ে সোশ্যাল মিডিয়া 3D প্রোফাইল ফটো বানাবেন?

১. এক্ষেত্রে ভাইরাল ৩ডি সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার বানাতে প্রথমে গুগল (Google) থেকে ‘Bing AI image creator’ লিখে সার্চ করতে হবে অথবা https://www.bing.com/images/create-এ যেতে হবে।

২. যদি ইতিমধ্যেই মাইক্রোসফ্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি ওয়েবসাইটে লগইন করতে হবে, নতুবা নিজের ফোন নম্বর বা ইমেইল আইডি ব্যবহার করে তৈরি করতে হবে নতুন অ্যাকাউন্ট।

৩. সাইন ইন করার পরেই বিংয়ের ওয়েবসাইটে একটি চেক বক্স উপস্থিত হবে যেখানে কেমন ফটো বানাতে চান সেই ভাবনা প্রম্পট আকারে লিখতে হবে।

৪. প্রম্পট লেখার পর পরবর্তী ধাপে চেকবক্সের নিচে প্রদত্ত ‘Create’ অপশন ক্লিক করতে হবে। এতে কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার প্রত্যাশিত ছবি। চাইলে আপনি ওয়েবসাইটের আইডিয়াও ব্যবহার করতে পারেন।