Netflix কিনে নিচ্ছে Microsoft? আগামী বছরের সবচেয়ে বড় ডিল নিয়ে জল্পনা তুঙ্গে

Netflix চলতি বছরের জুলাইয়ে ঘোষণা করেছিল যে, তারা নতুন একটি বিজ্ঞাপন ভিত্তিক সাবস্ক্রিপশন পরিষেবা নিয়ে আসার জন্য Microsoft এর সাথে হাত মেলাতে চলেছে। তবে বছর ঘুরতে না ঘুরতেই এই পার্টনারশিপ অন্য মাত্রা নিতে চলেছে। আসলে শোনা যাচ্ছে, Microsoft আমেরিকার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটিকে কিনে নিতে চলেছে।

রয়টার্স থেকে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, Microsoft আগামী বছর অর্থাৎ ২০২৩ সালেও বিভিন্ন কোম্পানি অধিগ্রহণের কাজ অব্যাহত রাখবে। এভাবে তারা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করবে। আর আগামী বছরের সবচেয়ে আলোচিত ডিল হবে Netflix এর সাথে।

যদিও এখনো কোনো পক্ষই এই খবরের সত্যতা স্বীকার করেনি। তবে এমনটা হলে অবাক হওয়ার কিছুই নেই। কারণ দুটি কোম্পানিই বেশ কয়েক মাস ধরেই একসাথে কাজ করছে।

এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, Microsoft ও Netflix এখন একই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। উইন্ডোজ নির্মাতাটি এখন একাধিক ডিভাইসের জন্য একটি ভিডিও-গেম স্ট্রিমিং পরিষেবা সরবরাহ করতে চাইছে। আর Netflix ইতিমধ্যে তার গেমিং পরিষেবার মাধ্যমে এই ধরনের পরিষেবা দিয়ে যাচ্ছে। ফলে Netflix কে কিনে নিলে Microsoft এর নতুন পরিষেবা নিয়ে আসা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না।

জানিয়ে রাখি, নেটফ্লিক্সের ডিসেম্বরে মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে ১.৮ ট্রিলিয়ন, যা মাইক্রোসফটের জন্য ব্যয় করা খুব একটা অসুবিধা হবে না।