গুনতে হবে বাড়তি টাকা, Office 365 এবং Microsoft 365-এর মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করল Microsoft

লঞ্চ হওয়ার প্রায় এক দশক পরে Office 365 এবং Microsoft 365 সার্ভিসের জন্য প্রথম মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করল Microsoft। এরফলে উইন্ডোজ নির্মাতিটির বিভিন্ন জনপ্রিয় পরিষেবা ব্যবহার করতে বেশি অর্থ ব্যয় করতে হবে। যদিও বাণিজ্যিক এবং ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্যেই দাম বাড়ানো হয়েছে, এডুকেশন বা কনজিউমারদের জন্য Office 365 ও Microsoft 365 এর দাম অপরিবর্তিত রয়েছে।

Office 365 ও Microsoft 365 এর দাম বাড়ল

প্রসঙ্গত মাইক্রোসফট প্রথম ২০১১ সালে ৪০ টি বিভিন্ন মার্কেট জুড়ে অফিস ৩৬৫ লঞ্চ করে, এবং তারপর থেকেই কোম্পানি সার্ভিসটির উন্নয়নের লক্ষ্যে জোরকদমে কাজ করে চলেছে। মাইক্রোসফট ৩৬৫-এর কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জ্যারেড স্প্যাটারো (Jared Spataro) একটি ব্লগ পোস্টে বলেছেন, লঞ্চের পর এই প্রথম অফিস ৩৬৫-এর মূল্য বৃদ্ধি করা হল।

আপনাদেরকে জানিয়ে রাখি, মাইক্রোসফট, অফিস ৩৬৫ -এর মতো ক্লাউড পরিষেবাগুলির চলতি বছরে অনেক লাভ করেছে। মাইক্রোসফট-এর অফিস ৩৬৫-এর জন্য ৩০০ মিলিয়নেরও বেশি পেইড সিট আছে, তাই এই মূল্য পরিবর্তন অবশ্যই সংস্থার মুনাফা এবং রেভিনিউকে আগামী বছর ব্যাপকভাবে প্রভাবিত করবে।

যদিও বৃহত্তর ব্যবসাগুলি গত এক দশকে বাল্ক ডিসকাউন্ট এবং ডিল থেকে উপকৃত হয়েছে, তবে ছোটো ব্যবসাগুলি সাম্প্রতিক কোভিড মহামারী পরিস্থিতিতে এই মূল্য বৃদ্ধির প্রভাব কিছুটা হলেও অনুভব করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, লঞ্চ হওয়ার পর থেকে Microsoft, Office 365-এ ২০ টিরও বেশি অ্যাপ যুক্ত করেছে, যার মধ্যে রয়েছে Microsoft Teams, Word, OneDrive, SharePoint, OneNote, PowerPoint ইত্যাদি।

নীচে Microsoft-এর আপডেট করা নতুন মূল্যগুলি উল্লেখ করা হল, যা ১ মার্চ, ২০২২ থেকে কার্যকর হবে-

  • Microsoft 365 Business Basic (ইউজারপিছু ৫ ডলার থেকে বেড়ে ৬ ডলার)।
  • Microsoft 365 Business Premium (২০ ডলার থেকে বেড়ে ২২ ডলার)।
  • Office 365 E1 (৮ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১০ ডলার)।
  • Office 365 E3 (২০ ডলার থেকে বেড়ে ২৩ ডলার)।
  • Office 365 E5 (৩৫ ডলার থেকে বেড়ে ৩৮ ডলার)।
  • Microsoft 365 E3 (৩২ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৩৬ ডলার)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন