Microsoft Outage: মাইক্রোসফট বিভ্রাটের কারণ এই ব্যক্তি? দায় স্বীকার করে ইলন মাস্কের থেকে চাইলেন চাকরি

মাইক্রোসফটের গ্লোবাল আউটেজ নিয়ে এক ভুয়ো ক্রাউডস্ট্রাইক কর্মীর এক্স পোস্ট ভাইরাল হয়েছে। ভিনসেন্ট ফ্লিবুস্টিয়ার নামের ওই ব্যক্তি পুরো সমস্যার দায় স্বীকার করেছেন।

Microsoft-Outage-Crowdstrike-Fake-Employee-Vincent-Flibustier-Takes-Responsibility-Ask-Job-From-Elon-Musk

সম্প্রতি মাইক্রোসফট উইন্ডোজে সমস্যা দেখা দেওয়ায় খবর আমাদের কমবেশি সবার জানা। সোশ্যাল মিডিয়ায় এই বিভ্রাট নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে। তবে এসবের মধ্যে মাইক্রোসফটের গ্লোবাল আউটেজ নিয়ে এক ভুয়ো ক্রাউডস্ট্রাইক কর্মীর এক্স পোস্ট ভাইরাল হয়েছে। ভিনসেন্ট ফ্লিবুস্টিয়ার নামের ওই ব্যক্তি পুরো সমস্যার দায় স্বীকার করেছেন। উল্লেখ্য, ১৯ জুলাই এই সমস্যার পর ভিনসেন্ট একের পর এক কৌতুক পোস্ট করেছেন। মজার ব্যাপার হলো, তিনি ইলন মাস্কের কাছে এই কাজ করার জন্য নতুন চাকরিও চেয়েছেন।

ক্রাউডস্ট্রাইকের অফিসের ছবি পোস্ট করেছেন ভিনসেন্ট

ভাইরাল পোস্টে ভিনসেন্ট নিজেকে সাইবার সিকিউরিটি ফার্ম ক্রাউডস্ট্রাইকের নতুন কর্মী হিসেবে দাবি করেছেন। পোস্টে, তিনি লিখেছেন যে ক্রাউডস্ট্রাইকে‌ এটি তার প্রথম দিন এবং একটি ছোট আপডেট রোল আউট করার পরে তিনি বিকেলে ছুটি নিয়েছেন।

মজার ব্যাপার হলো, এই পোস্টে ভিনসেন্ট নিজের একটি ভুয়ো ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে ক্রাউডস্ট্রাইকের অফিসের ভিতরে দেখা যাচ্ছে। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ৪.২৬ লক্ষেরও বেশি লাইক এবং ৪০,০০০ রিপোস্ট পায়।

চাকরি চেয়েছেন ইলন মাস্কের থেকে

ভিনসেন্ট শুধু এই পোস্ট করে থামেননি। কয়েক ঘন্টা পরে তার পরবর্তী পোস্টে, তিনি লিখেছেন যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর কারণ হিসেবে ভিনসেন্ট বলেছেন যে, তিনি ক্রাউডস্ট্রাইকের কোডে ভুল করে একটি লাইন পরিবর্তন করায় এই শাস্তি পেয়েছেন।

এরপর নতুন এক পোস্টে ইলন মাস্কের কাছে নিজের জন্য একটি চাকরিও দাবি করেছেন তিনি। যদিও ইলন মাস্ক এই পোস্টে কোনো প্রতিক্রিয়া জানাননি।